ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৯ বিকাল

সবুজে মোড়া বরজ

ন্যায্যমূল্য না হতাশ হিলির পান চাষিরা

ন্যায্যমূল্য না হতাশ হিলির পান চাষিরা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের হাকিমপুরে এ বছর পানের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। উৎপাদন ব্যয়, শ্রমিক মজুরি ও সার-কীটনাশকের দাম বহন করতেই হিমশিম খাচ্ছেন তারা। এমন দামে পান বিক্রি করে ঘরভাড়া ও বরজের খরচই ওঠে না বলে দাবি কৃষকদের।

বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী উপকরণ পান। বাঙালির আতিথেয়তা থেকে শুরু করে সামাজিক ও ধর্মীয় নানা অনুষ্ঠানে পান একটি অনিবার্য অংশ। উত্তরের জেলা দিনাজপুরের হাকিমপুরের হিলি ও মাধবপাড়া এলাকায় এবার দেখা মিলছে একের পর এক সবুজ পান বরজের।

পুরো এলাকার মাঠজুড়ে যেন সবুজ পাতার সমারোহ। কয়েকজন পানচাষি বলেন, আমাদের অবস্থা খুব খারাপ। পানের দাম নেই। শ্রমিকের খরচ, সার-ওষুধ দিয়ে কিছুই থাকে না। বরজ সামলাতে গিয়েই হিমশিম খাচ্ছি। শ্রমিকরা জানান, চাষিরা লাভ না করায় তারাও নিয়মিত মজুরি পাওয়ার বিষয়ে অনিশ্চয়তায় থাকেন।

পানচাষিদের এমন সংকট প্রসঙ্গে কথা বলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। তিনি জানান, পোকা-মাকড় দমনসহ সবধরনের কারিগরি সহায়তা নিয়মিত দিচ্ছি। বরজে কোনো রোগ-বালাই দেখা দিলে তাৎক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। দামের বিষয়টি ডিমান্ড আর সাপ্লাইয়ের ওপর নির্ভর করে। তবে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে কৃষি বিভাগ তাদের পাশে রয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর হাকিমপুর উপজেলায় ৪০ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ৫৪০ মেট্রিক টন। বংশ পরম্পরায় পান চাষ করে আসছেন এখানকার চাষিরা। বরজে রোগ প্রতিরোধ ও সঠিক পরিচর্যায় কৃষি বিভাগ নিয়মিত মাঠ পরিদর্শন করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে নির্বাচনের একটি আবহাওয়া শুরু হয়েছে : মির্জা ফখরুল

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৩০০০ রান ও ১০০ উইকেটের কীর্তি বীরানদীপের

নাটোরের বড়াইগ্রামে জাল নোট ছড়ানোর অভিযোগে আটক ২

ন্যায্যমূল্য না হতাশ হিলির পান চাষিরা

সাপ আতঙ্কে বন্ধ মেঘনার সাবরেজিস্ট্রারের কার্যালয়

রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা