ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:০৪ বিকাল

রংপুরের পীরগাছায় গৃহবধূর আত্মহত্যা ৫ জনের নামে মামলা

রংপুরের পীরগাছায় গৃহবধূর আত্মহত্যা ৫ জনের নামে মামলা। প্রতীকী ছবি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় স্বামীর ওপর রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় স্বামী-শ্বশুর ও শাশুড়িসহ ৫ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ, নিহতের স্বজন, ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে মরদেহ নামানো হলেও ঘটনাটি ভিন্ন খাতে নিয়ে হয়রানির জন্য মামলাটি দায়ের করা হয়েছে বলে অভিযোগ মামলার আসামিদের।

এদিকে গত রোববার দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজা আদরী ও পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া। এসময় এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেন।

জানা যায়, এক বছর আগে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু কানিপাড়া গ্রামে সুনীল চন্দ্রের মেয়ে কৃষ্ণা রাণী (২৩) প্রেম করে পালিয়ে বিয়ে করেন পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের তাউশি বানিয়াপাড়া গ্রামের ভরত চন্দ্রের ছেলে দিলীপ চন্দ্রকে। এরপর মেয়েটি তার বাবার বাড়িতে যাতায়াত করলেও ছেলেকে মেনে নেয়নি মেয়ের পরিবার।

মেয়ে অনার্স পড়ুয়া হলেও ছেলে ৫ম শ্রেণি পাস হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গত ২১ নভেম্বর সকালে মেয়েটি তার বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়। পরে তার স্বামী দিলীপ চন্দ্র ধান কাটা-মাড়াই শেষে যাওয়ার কথা বলে বাড়িতে তাকে রেখে কাজে চলে যায়। দুপুরে বাড়িতে এসে অনেক ডাকাডাকি ও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়ায় উঁকি দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলতে থাকতে দেখতে পান।

পরে থানা পুলিশ, নিহতের স্বজন, ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ নামানো হয় এবং মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এদিকে মেয়েটির ভাই সুশান্ত চন্দ্র বর্মন ওইদিন বাদি হয়ে ৫ জনের নামে একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় গৃহবধূর আত্মহত্যা ৫ জনের নামে মামলা

পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের

গাইবান্ধায় রেলওয়ের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা

কলকাতার শহরজুড়ে পাত্র চেয়ে রুক্মিণীর পোস্টার!

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা