নওগাঁর ধামইরহাটে বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যু, অসুস্থ ৩২
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বিয়ে বাড়ির খাবার খেয়ে একজন নিহত এবং অন্তত ৩২ জন অসুস্থ হয়ে পড়েছেন। গত রোববার উপজেলার আগ্রাদ্বিগুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। বিয়ের অনুষ্ঠানে প্রায় ২৫০ জন মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল। গুরুতর অসুস্থরা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহত ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৩৮)। তিনি উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার দলিল উদ্দিনের ছেলে। গুরুতর অসুস্থদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তারা হলেন-জয়দেব (৩৩), রেহেনা বেগম (৩৬), বাবু (১০), জাহিদুল (৩৮) ও মোজাফফর (২৮)। অসুস্থরা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক বলেন, গত রোববার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন বাজারে আমিরুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের খাবার খাওয়ার পর আমন্ত্রিত অতিথিদের বমি, পেটব্যথা ও ডায়রিয়া শুরু হয়। অসুস্থ হয়ে পড়ার পর তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। নিহত মোজাফফর হোসেন আমার ফুফাতো ভাই। তিনি ওই দিন খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে তার মৃত্যু হয়। ওই দিন বিকালে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. খালিদ সাইফুল্লাহ বলেন, খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় ২৫ জন রোগী ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়া তারা অসুস্থ হয়ে পড়ে।
এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. ইমাম জাফর বলেন, খবর পেয়ে আমি নিজে গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় এ বিষয়ে কেউ অভিযোগ বা খবর দেয়নি। বর্তমানে পত্নীতলা স্বাস্থ কমপ্লেক্সে ২৪ জন এবং সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি রয়েছেন।
মন্তব্য করুন






_medium_1764011582.jpg)

