লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার পুলিশ সুপার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার লক্ষ্যে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাদের পদায়ন করা হবে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে সোমবার (২৪ নভেম্বর) এসপি নির্বাচন করা হয়েছে।
জানা গেছে, লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপিকমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে তাদের বিভিন্ন জেলায় পাঠানো হবে।
সূত্রটি আরও জানায়, নতুন এই তালিকায় বর্তমানে দায়িত্বে থাকা ৫০ জেলার পুলিশ সুপারকে বহাল রাখা হলেও তাদের ভিন্ন জেলায় বদলি করা হয়েছে। এছাড়া ১৪টি জেলা থেকে বিদ্যমান পুলিশ সুপারদের প্রত্যাহার করা হয়েছে এবং তাদের স্থলাভিষিক্ত হিসেবে ১৪ জন নতুন কর্মকর্তাকে তালিকায় যুক্ত করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪ জন বিসিএস ২৫তম ব্যাচের এবং বাকি ১০ জন ২৭তম ব্যাচের কর্মকর্তা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1764011582.jpg)







