টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক মঙ্গলবার দুপুরে জানিয়েছেন, ২৫ নভেম্বর সকালে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র্যাব সদর দপ্তর এর গোয়েন্দা তথ্য মতে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় অভিযান চালায়। এসময় ৯০ পিস ইয়াবা, ২টি বাটন ফোনসহ ২ জন মাদককারবারীকে আটক করে।
আটককৃতরা মাদক কারবারিরা হলেন, টেকনাফ মিঠাপানির ছড়া এলাকার আবদুর রহিমের ছেলে আাব্দুল্লাহ (২৭) ও একই এলাকার ছৈয়দ আহম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন

_medium_1764068169.jpg)






