ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল

সাপ আতঙ্কে বন্ধ মেঘনার সাবরেজিস্ট্রারের কার্যালয়

সাপ আতঙ্কে বন্ধ মেঘনার সাবরেজিস্ট্রারের কার্যালয়

কুমিল্লার মেঘনা উপজেলা সাবরেজিস্ট্রারের অফিস সাপের আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে। অস্থায়ী এই দপ্তরটি দ্রুত উপজেলা পরিষদের ভেতর নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি তুলছেন সেবা নিতে আসা সাধারণ মানুষসহ দলিল লেখকেরা।

 

উপজেলা সাবরেজিস্ট্রারের অফিস সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে রেকর্ড রুমে অফিস স্টাফদের চোখে প্রথম সাপ ধরা পড়ে। পরে স্থানীয় ওঝা ডেকে একটি সাপ, ২৪টি ডিম ও কয়েকটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। এর পর থেকেই অফিসে আতঙ্ক বিরাজ করছে। গত রোববার রেকর্ড রুমে প্রয়োজনীয় কাজে ঢোকার সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির একটি সাপের মুখোমুখি হন অফিস সহকারী নাছিমা আক্তার। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বলে জানান তিনি। গতকাল সোমবার সকালেও একই রুমে আবার সাপ ঘোরাফেরা করতে দেখা গেলে বিষয়টি জেলা রেজিস্ট্রারকে জানানো হয়। পরে তিনি অফিসের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।

 

দলিল লেখক সমিতির সভাপতি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আগামীকাল আবার ওঝা এনে সাপ উদ্ধার করা হবে। এর আগেও ১০ হাজার টাকার বিনিময়ে একটি বড় সাপ, কয়েকটি সাপের বাচ্চা ও ডিম উদ্ধার করা হয়েছিল।’ দলিল লেখক ইদ্রিস আলী ও শওকত আলী বলেন, ‘অফিসে ঢুকলেই ভয় লাগে। পাশে গরুর খামারের দুর্গন্ধ রয়েছে এবং বৃষ্টি হলে ছাদ বেয়ে পানি পড়ে। এমন জরাজীর্ণ স্থানে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। অফিসটি দ্রুত অন্যত্র স্থানান্তর করা জরুরি।’

শিবনগর গ্রামের তারেক বলেন, ‘এত গুরুত্বপূর্ণ একটি দপ্তর ঝুঁকিপূর্ণ একটি ঘরে অস্থায়ীভাবে চালানো সম্পূর্ণ অযৌক্তিক। যত দ্রুত সম্ভব উপজেলা পরিষদ বা আশপাশের নিরাপদ কোনো রুমে অফিসটি স্থানান্তর করা উচিত।’

এ বিষয়ে মেঘনা উপজেলা সাবরেজিস্ট্রার আইরিন রহমান সোনির কাছ থেকে বক্তব্য নিতে মোবাইলে ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজে মোড়া বরজ ন্যায্যমূল্য না হতাশ হিলির পান চাষিরা

সাপ আতঙ্কে বন্ধ মেঘনার সাবরেজিস্ট্রারের কার্যালয়

রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রংপুরের পীরগাছায় গৃহবধূর আত্মহত্যা ৫ জনের নামে মামলা

পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি আফগানিস্তানের

গাইবান্ধায় রেলওয়ের জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা