ভিডিও বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ১০:১২ দুপুর

আর্জেন্টিনাসহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন

আর্জেন্টিনাসহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনাসহ ২২ দেশের নতুন জার্সি উন্মোচন করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

দলগুলোর নিজস্ব পরিচয়, উদ্ভাবন ও নান্দনিক নকশার সমন্বয় করা হয়েছে এসব হোম কিটে। মূলত যেসব ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে, তাদের জার্সি প্রকাশ করেছে অ্যাডিডাস। এই তালিকায় বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সাপেক্ষে আরও কিছু দেশ যুক্ত হতে পারে।

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা নকশা থেকে শুরু করে জার্মানির পুনর্নির্মিত জ্যামিতিক নকশা কিংবা জাপানের সূর্যদিগন্ত থেকে আসা রঙের ছোঁয়া, প্রতিটি জার্সিতে স্ব স্ব দেশের ঐতিহ্যকে এক নতুন ও আধুনিক আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে। সর্বাধুনিক পারফরম্যান্স প্রযুক্তি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে বলে জানিয়েছে অ্যাডিডাস।

আরও পড়ুন

ভিন্ন ভিন্ন আবহাওয়ায় খেলোয়াড়দের আরাম নিশ্চিত করতে প্রতিটি জার্সিতে ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের ক্লাইমাকুল প্লাস উপাদান এবং নকশা করা হয়েছে এমনভাবে, যাতে খেলোয়াড়দের শরীরে বায়ু চলাচলে সুবিধা হয়। যা মাঠে খেলোয়াড়দের শীতল ও মনোযোগী থাকতে সাহায্য করবে।

প্রসঙ্গত, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে সম্মিলিতভাবে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। বাছাইপর্বের খেলা শেষে আগামী ৫ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাসহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

চট্টগ্রামের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

বগুড়ার সোনাতলায় ১৩৫ হেক্টর জমির ধান রক্ষায় কৃষকের প্রাণপণ চেষ্টা

মুক্ত আকাশে ডানা মেললো ছয়টি বালিহাঁস

ওএসডি হলেন নাচোলের সেই ইউএনও কামাল