চট্টগ্রামের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
মফস্বল ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তবে গুলিতে একজন নিহত ও আরও একজন আহত হওয়ার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
অপরদিকে, হত্যাকাণ্ডের ব্যাপারে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নিন্দা ও দ্রুত বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
এদিকে, সারোয়ার বাবলার হত্যাকাণ্ডের ঘটনায় একটি রাজনৈতিক দলের ইন্ধন আছে- এমন দাবি নিহতের স্বজনদের। তারা বলছেন, বিদেশে থাকা ‘শিবির ক্যাডার সাজ্জাদ’ প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহযোগীদের দ্বারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ’র গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সারোয়ার বাবলা। গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহও। নিহত সারোয়ার ও অভিযুক্ত সাজ্জাদ দু’জনের নামেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সিএমপি।
আরও পড়ুনএই ঘটনায় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, গণসংযোগকালে একটি দোকানের প্রবেশ করে দোকানির সঙ্গে কুশল বিনিময় করেন এরশাদ। এ সময় তার সঙ্গে নেতাকর্মীরা ছিলেন। ওই দোকানির সঙ্গে কুশল বিনিময় শেষে বের হতেই হঠাৎ কয়েক রাউন্ড গুলির বর্ষণ করে দুর্বৃত্তরা। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









