ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মুসলিম বিশ্ব কাতারের পাশে আছে: আরব লিগ মহাসচিব

মুসলিম বিশ্ব কাতারের পাশে আছে: আরব লিগ মহাসচিব, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: কাতার একা নয়, পুরো মুসলিম বিশ্ব তার পাশে রয়েছে বলে জানিয়েছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত। ইসরাইলের সমালোচনা করে তিনি বলেন, অপরাধের বিষয়ে নিরব থাকলে আরো অপরাধের জন্ম হয়। খবর আরব নিউজের।

দোহায় আরব ও ইসলামিক নেতাদের জরুরি শীর্ষ সম্মেলন শুরুর এক প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন আবুল গেইত।  কাতার একা নয়, পুরো মুসলিম বিশ্ব তার পাশে রয়েছে বলে জানিয়েছেন আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত। ইসরাইলের সমালোচনা করে তিনি বলেন, অপরাধের বিষয়ে নিরব থাকলে আরো অপরাধের জন্ম হয়। খবর আরব নিউজের। দোহায় আরব ও ইসলামিক নেতাদের জরুরি শীর্ষ সম্মেলন শুরুর এক প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন আবুল গেইত।

তিনি সতর্ক করে বলেন, ‘গাজায় গণহত্যার বিষয়ে দুই বছরের আন্তর্জাতিক নীরবতার প্রত্যক্ষ ফলাফল ইসরাইলের বর্তমান কর্মকাণ্ড। এই নিরবতার কারণেই কোনো ভয় ছাড়াই দখলদার ইসরাইল এমন কাজ করতে উৎসাহিত হয়েছে।’গত ৯ সেপ্টেম্বর দোহায় হামাসের বেশ কয়েকজন কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরাইলের নজিরবিহীন বিমান হামলার পর, এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে কাতার।

আরও পড়ুন

একই অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন, ইসরাইলের সকল অপরাধে জবাবদিহি করার সময় এসেছে। সেইসঙ্গে দ্বিমুখী নীতি পরিহার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।তিনি বলেন, আরব ও মুসলিম দেশগুলো কাতারের ওপর ইসরাইলের বর্বর আক্রমণের নিন্দা জানিয়েছে এবং দোহার সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া হবে তাতে তারা সমর্থন জানাবে।

শেখ মোহাম্মদ জানান, ‘আমরা ভ্রাতৃপ্রতিম আরব ও ইসলামিক দেশ এবং মিত্র দেশগুলোর সংহতির প্রশংসা করি যারা এই বর্বর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সকালের পর তিস্তার পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে

ডিজিটাল লেনদেনে দুর্নীতি-অর্থপাচার নিয়ন্ত্রণ সম্ভব : গভর্নর

কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

কেন্দুয়ায় তিন নারীকে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২

চকরিয়ায় থানা হাজতে যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক ওসিসহ ৯ জনের নামে মামলা

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের