ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে যা জানালেন আইএইএ’র মহাপরিচালক
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইরানে তাদের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকলেও এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যা থেকে বোঝা যায় যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির মতো ‘গুরুত্বপূর্ণ কোনো কাজ’ করছে।
স্থানীয় সময় বুধবার (২৯ অক্টোবর) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্রোসি বলেন, ‘আমরা আবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি এবং ইরানে পরিদর্শন করছি-যদিও সব স্থানে নয়, যেখানে আমাদের করা উচিত। ধীরে ধীরে আমরা ফিরছি। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত যে স্থাপনাগুলো আছে, সেখানে এখনো পরিদর্শন করা হয়নি। সেসব বিষয়ে আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি।’
আরও পড়ুনআইএইএ কী দেখেছে-সেই প্রশ্নে গ্রোসি বলেন, ‘আমরা এমন কিছু দেখছি না যা থেকে কোনো মূল্যবান কার্যক্রম চলছে-এমন ধারণা পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘সেগুলো বড় শিল্প স্থাপনা; সেখানে স্বাভাবিক চলাচল ও কাজকর্ম চলছে। তবে আমরা খুব দ্রুতই জানিয়ে দিচ্ছি-এতে সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে, এমনটা বোঝায় না।’ খবর : রয়টার্স।
মন্তব্য করুন









