ভিডিও বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ রাত

মুক্ত আকাশে ডানা মেললো ছয়টি বালিহাঁস

মুক্ত আকাশে ডানা মেললো ছয়টি বালিহাঁস। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ ও পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় মুক্ত আকাশে ডানা মেললো ছয়টি অতিথি পাখি বালিহাঁস। পোরশা উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল ইসলামের তৎপরতায় এই পাখিগুলো নিজের বাসায় ফেরার সুযোগ পেলো। ইতোমধ্যেই ইউএনও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণকর কর্মকান্ড সম্পন্ন করে প্রশংসা কুড়াচ্ছেন। বিশেষ করে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে চালানো যৌথ বাহিনীর অভিযান জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল ইসলাম জানান, কেউ কি কারো বাসায় আসা অতিথিদের হত্যা করে? রান্না করে খেয়ে ফেলে? তাহলে আমাদের এলাকায় আসা হরেক রকমের অতিথি পাখি কেন অবৈধ ভাবে আটক করা হবে এবং রান্না করে খাওয়া হবে? বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী অতিথি বা পরিযায়ী পাখি ধরা, হত্যা বা শিকার করা, ক্রয়-বিক্রয়, পরিবহণ, সংরক্ষণ, ভক্ষণ দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্য করলে অনধিক এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

তিনি আরো জানান, গতকাল বুধবার সকালে অতিথি পাখি বিক্রয়ের উদ্দেশ্যে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নজরুলের বাড়িতে কয়েকটি অতিথি পাখি আটক রাখা হয়েছে। পাখিগুলো বিক্রয়ের উদ্দেশ্য একজনের সাথে দরদাম চলছে মর্মে তথ্য পেয়ে সেখানে গিয়ে ছয়টি বালিহাঁস উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পরে সেগুলো নিতপুর পূর্ণভবা নদীর তীরে অবমুক্ত করা হয়েছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। এমন অপরাধ পুনরায় কেউ করলে কারাদণ্ড দেয়া হবে। আগামীতেও এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ১৩৫ হেক্টর জমির ধান রক্ষায় কৃষকের প্রাণপণ চেষ্টা

মুক্ত আকাশে ডানা মেললো ছয়টি বালিহাঁস

ওএসডি হলেন নাচোলের সেই ইউএনও কামাল

গাইবান্ধার ফুলছড়িতে গরু ব্যবসায়ী খুন, আটক ১

বগুড়ায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

রিজিক বৃদ্ধির দোয়া