বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের প্রস্তুতি জোরেশোরে শুরু হয়ে গেছে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চূড়ান্ত করেছে এবারের পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম। শুরুতে ১১টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করলেও শেষ পর্যন্ত সুযোগ পেয়েছে মাত্র পাঁচটি দল।
সেগুলো হলো রংপুর রাইডার্স, সিলেট ইউনাইটেড, ঢাকা ক্যাপিটালস, রাজশাহী স্টার এবং চট্টগ্রাম। এদিকে বিদায়ী আসরের রানার্সআপ কুমিল্লা ও বরিশাল এবার বাদ পড়েছে।
রাজশাহী অঞ্চলের দলটির দায়িত্ব পেয়েছে নাবিল গ্রুপ এবং দলটির নাম রাখা হয়েছে রাজশাহী স্টার। কোচিং স্টাফ নিয়োগেও শেষ পর্যায়ে পৌঁছে গেছে ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে, দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক জাতীয় ওপেনার ও বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার।
বর্তমানে বিসিবির অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন তিনি। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীকে চ্যাম্পিয়ন করিয়েছেন হান্নান। বিপিএলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
রাজশাহী স্টার এখন বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর দৌড়ে নেমেছে। জানা গেছে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কয়েকজন তারকার সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে।
আরও পড়ুন
অন্যদিকে, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ ঘিরে কম নাটকীয়তা ছিল না। প্রাথমিকভাবে ১১ আবেদনকারীর মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে বাদ দেয় বিসিবি। পরে আরও দুটি প্রতিষ্ঠান চিটাগং কিংস ও মাইন্ড ট্রি খুলনা টাইগার্স তালিকা থেকে বাদ পড়ে।
বিসিবির নাভানা টাওয়ারে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সভা শেষে জানানো হয়, এবারের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর, ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের নতুন আসর। ১৬ জানুয়ারি পর্দা নামবে এবারের টুর্নামেন্টের।