ভিডিও বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:৪৯ বিকাল

র‍্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের সেরা তামিম

তানজিদ হাসান তামিম।

স্পোর্টস ডেস্কঃ  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ দল। দলীয় ব্যর্থতা থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন তরুণ বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২০ ধাপ এগিয়ে এখন তিনি ১৭তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬৩৬।

 

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ৫ বলে ১৫ রান করে আভাস দিয়েছিলেন তানজিদ। দ্বিতীয় ম্যাচে ৪৮ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনটি ছক্কা ও সমান চারের সাহায্যে। শেষ টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটে আসে ক্যারিয়ার–সেরা ৮৯ রান, যেখানে ছিল ৪টি ছক্কা ও ৯টি চার। এই দুই ইনিংসই তাঁর র‍্যাঙ্কিংয়ে বড় প্রভাব ফেলেছে। সিরিজে বাংলাদেশের অন্য কোনো ব্যাটার ধারাবাহিকতা দেখাতে পারেননি।

র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তানজিদই একমাত্র যার উন্নতি হয়েছে। সাইফ হাসান ৯ ধাপ পিছিয়ে ২৯তম স্থানে নেমেছেন, তাওহীদ হৃদয় ৩ ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে, পারভেজ হোসেন ইমন ৪ ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে, জাকের আলী অনিক ২ ধাপ পিছিয়ে ৬৫তম স্থানে। লিটন দাসের অবস্থানে পরিবর্তন আসেনি-তিনি আগের মতোই ৪৪ নম্বরে রয়েছেন।

আরও পড়ুন

বোলারদের র‍্যাঙ্কিংয়েও কিছু পরিবর্তন এসেছে। ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭তম স্থানে উঠে এসেছেন অফ–স্পিনার শেখ মেহেদি হাসান। তিন ধাপ উন্নতি করে ৩৪তম স্থানে আছেন পেসার তানজিম হাসান সাকিব। তবে বাকি বোলারদের মধ্যে বেশিরভাগেরই অবস্থান অবনমিত হয়েছে। এক ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমেছেন মুস্তাফিজুর রহমান, দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে আছেন রিশাদ হোসেন, পাঁচ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম নেমে গেছেন ৫০ নম্বরে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে মেহেদি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন, যদিও তার দল হেরেছিল। তানজিম দ্বিতীয় ম্যাচে উইকেটশূন্য ছিলেন। রিশাদ হোসেন সিরিজে দুই ম্যাচে পাঁচটি উইকেট পেলেও তাঁর অবস্থান দুই ধাপ পিছিয়ে এখন ২৬তম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেয়ার চেষ্টা

সিলেট মহাসড়কে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১১ দিনের সফরে সৌদি যাচ্ছেন ধর্ম উপদেষ্টা

বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

চকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

যে কারণে জাতীয় দলের চাকরি ছাড়লেন সালাউদ্দিন