ভিডিও সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৩:২০ দুপুর

আরও তিন জিম্মির মৃতদেহ হস্তান্তর করল হামাস

আরও তিন জিম্মির মৃতদেহ হস্তান্তর করল হামাস, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় নাজুক যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল একে অপরকে দোষারোপ করছে। এই পরিস্থিতির মধ্যেই রবিবার (২ নভেম্বর) ইসরায়েলের কাছে আরও তিন জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। এই তিনটি দেহ সেই ১১ জন জিম্মির মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যাদের মৃতদেহ ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজা থেকে চাইছে। 

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজার মধ্যে রেডক্রসের মাধ্যমে তিন জিম্মির দেহবাহী কফিন গ্রহণ করেছে ইসরায়েলি বাহিনী। দেহগুলো শনাক্তকরণের জন্য ইসরায়েলে নেওয়া হবে। ইসরায়েল বলছে, হামাস মৃতদেহগুলো হস্তান্তর করতে খুব ধীরগতিতে কাজ করছে। আর হামাস বলছে, কঠিন পরিস্থিতির মধ্যেও যত দ্রুত সম্ভব কাজ করছে তারা। বিষয়টি ১০ অক্টোবর থেকে কার্যকর যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতির পুরো বাস্তবায়নকে আটকে রাখা বিতর্কগুলোর একটি।এর আগে রবিবার, উত্তর গাজায় এক ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান এমন এক যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যিনি তাদের বাহিনীর জন্য হুমকি ছিলেন।

গাজা সিটির শেজাইয়া এলাকার একটি সবজি বাজারের কাছে বিমান হামলায় একজন নিহত হয়েছে বলে আল-আহলি হাসপাতাল জানিয়েছে। জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে সম্প্রচারিত বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজায় আমাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে এখনও হামাসের কিছু উপস্থিতি রয়েছে এবং আমরা পদ্ধতিগতভাবে তাদের নির্মূল করছি। খবর : রয়টার্স 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও তিন জিম্মির মৃতদেহ হস্তান্তর করল হামাস

বড় জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ম্যানসিটি

‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’

ইডেন থেকে চিঠি: ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়

বগুড়ার সোনাতলায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম