ভিডিও সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৩:০৫ দুপুর

গাছে মিললো প্রেমের চিরকুট

ইডেন থেকে চিঠি: ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়

ইডেন থেকে চিঠি ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা গেল এক ব্যতিক্রমী প্রেমের দৃশ্য। ইডেন মহিলা কলেজের এক ছাত্রী তার পছন্দের ঢাবি ছাত্রের উদ্দেশে লেখা প্রেমের চিঠি বিশ্ববিদ্যালয়  মল চত্বরে একটি গাছে ঝুলিয়ে গেছেন।

 মঙ্গলবার (০৩ নভেম্বর) মলচত্বরে  শিক্ষার্থীরা গাছের সঙ্গে একটি ছোট সাদা কাগজের চিরকুট ঝুলতে দেখেন। তাতে পরিষ্কারভাবে লেখা ছিল—ইডেনের ছাত্রী আমি কিন্তু এই গাছটা শুধু আমার নয়,এটা রেদেয়ানের জন্য এক নিঃশব্দ ভালোবাসা ও অনুভূতির সাক্ষী।

প্রথমে অনেকেই ভেবেছিলেন এটি কোনো সোশ্যাল এক্সপেরিমেন্ট বা কনটেন্ট নির্মাতাদের প্রদর্শনী। কিন্তু কাগজে দেখা যায় ভেতরে হাতে লেখা চিঠি, যেখানে ছাত্রীর পক্ষ থেকে তার অনুভূতি, ভালোবাসা এবং খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। ঘটনাটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকে ছবি তুলে ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে পোস্ট করেন। 

আরও পড়ুন

ঢাবির কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানার, পোস্টার, অভিযোগপত্র—এগুলো ঝুলতে দেখা যায়। কিন্তু প্রেমের চিঠি ঝুলতে দেখা সত্যিই অনেকদিন পরের ঘটনা। এটাকে তারা ক্যাম্পাসের ‘ভালোবাসার পুনরাগমন’ হিসেবে ব্যাখ্যা করেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী বলেন, “সত্যিকারের অনুভূতি এখন অনেকেই চ্যাটে পাঠায়, ইনবক্সে জানায়। এই মেয়ে পুরনো দিনের মতো চিঠি লিখে গাছে ঝুলিয়ে প্রেমের প্রকাশ করেছে—এটা সত্যিই অন্য রকম। এটা খুব সুন্দর।”
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইডেন থেকে চিঠি: ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়

বগুড়ার সোনাতলায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার টন গম

যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদের সভায়

‘মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে’

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা যুবদল নেতার