সংগঠনের দায়িত্ব নিতে শিক্ষকতা ছাড়লেন ছাত্রশক্তির সভাপতি
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী শিক্ষকতা ছেড়েছেন। তিনি কয়েক সপ্তাহ আগে বেসরকারি নর্দান ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে যোগ দিলেও সংগঠনের দায়িত্ব গ্রহণের পর পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নর্দান ইউনিভার্সিটিতে যোগদানের বিষয়টি প্রকাশ করেছিলেন তিনি। নতুন কমিটি ঘোষণা হওয়ার পর শনিবার (২ অক্টোবর) সংগঠনের দক্ষিণাঞ্চলীয় সাংগঠনিক সম্পাদক মহির আলম একটি পোস্টে তাহমিদের শিক্ষকতা ছাড়ার বিষয়টি জানান।
আরও পড়ুনফেসবুক পোস্টে মহির আলম অভিযোগ করেন, “কাল থেকে সহযোদ্ধা তাহমীদকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে ফ্রেমিং করার চেষ্টা করছে। শিক্ষকতা সাথে ছাত্ররাজনীতির ফ্রেমিং করছে। কমিটি নিয়ে কথা বলার সময়ই তাকে বলা হয়েছিলো কমিটিতে এলে শিক্ষকতা ছাড়তে হবে। তাহমীদ সেটা সম্মানের সাথেই মেনে নিয়েছে।”
মন্তব্য করুন










