কোচদের দায় এড়িয়ে ক্রিকেটারদের যা বললেন লিটন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ফিল সিমন্স। সিনিয়র সহকারী কোচ হিসেবে দলের ব্যাটিং ইউনিট সামলাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে বাংলাদেশের ব্যাটিংয়ে টানা দৈন্যদশার জন্য সমালোচিত হচ্ছেন কোচ সালাউদ্দিনও। অধিনায়ক লিটন দাস অবশ্য ক্রিকেটারদের ওপরই দায়টা দিয়েছেন। আড়াল করতে চাইলেন কোচদের।
শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। পরে সংবাদ সম্মেলনে লিটন জানান, ‘একজন শিক্ষক (কোচ) আপনাকে পরামর্শ দিতে পারবে, সে তো ২২ গজে খেলতে যাবে না। ধারণা দিতে পারবে। ধারণা নিয়ে আপনাকেই খেলতে হবে। আমাদের প্রশিক্ষকরা আমাদের সম্পূর্ণ সাপোর্ট করছে। আমাদের ব্যর্থতা যে, আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি। আশা করি এখান থেকে শিখে সামনে ভালো করতে পারব।’
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৫১ রান সংগ্রহ করে। যা ওই সময়কার কন্ডিশন অনুযায়ী যথেষ্ট ছিল বলে দাবি লিটনের, ‘আপনি যদি ২০০ রানের উইকেটে খেলেন, ব্যাটাররা রান করবেই। না করার কিছু নেই। আফগানিস্তান সিরিজে ১৬০ রান ডিফেন্ড করেছি। সারফেস ১৬০–এর মতো আচরণ করলে সব ব্যাটারের স্ট্রাইকরেট তো হাই থাকবে না।’ শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে কন্ডিশন ক্যারিবীয়দের সুবিধা করে দিয়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আজ প্রথম ইনিংসে আমরা ভেরি আনলাকি। কিছু জিনিস হাতে নেই। আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা উইকেট দেখে অনুমান করতে পারি। তারাও ৩ স্পিনার খেলিয়েছে। মানে তারাও আশায় ছিল উইকেটে টার্ন হবে। সেই জিনিসটাই হয়েছে। প্রথম দু’দিন শিশির দেখিনি। আজ পুরোপুরি ডিউ।’
আরও পড়ুনলিটন আরও বলেন, ‘আমরা যখন ব্যাটিং করেছি ২০ ওভার (পিচ) শুকনো ছিল, বল ভালো গ্রিপ করছিল। তারা যখন ব্যাটিংয়ে এসেছে পুরোপুরি ওদের পক্ষে চলে গেছে। চেষ্টার কমতি ছিল না। বোলাররা ভালো এফোর্ট দিয়েছে। প্রথম ইনিংসে যদি ২০০ করতাম, যেটা সম্ভব না, এই উইকেটে আপনি ২০০ করতে পারবেন না। তবুও যথেষ্ট রান ছিল। যদি মাঠ শুকনো থাকত, শিশির না পড়ত (ভিন্ন কিছু হতো)।’
মন্তব্য করুন



_medium_1761924215.jpg)
_medium_1761924047.jpg)

_medium_1761915489.jpg)


