ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

‘বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ’

‘বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ’, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: খানিকটা বিরতির পর নতুন সিনেমা ‘দম’-এ যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো শুভ মহরত। রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরীও। বর্তমানে আলোচনায় পূজা চেরি; নতুন এ সিনেমা প্রসঙ্গে সদ্যই সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই নায়িকা।

সিনেমাটি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন জানিয়ে পূজা বলেন, ‘এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি।’ সহশিল্পী আফরান নিশোকে পেয়ে নায়িকা বলেন, ‘নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ হওয়াতেই আমি খুব এক্সাইটেড। কারণ তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। এ ছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন। যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।’ 

আরও পড়ুন

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলাপ করেন নায়িকা। নিজের বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়, আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেকদূর পাড়ি দিতে হবে। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ’

যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান 

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

পর্যটকদের জন্য আজ থেকে উন্মুক্ত সেন্টমার্টিন; তবে, চলবে না জাহাজ

কুয়েতে শেষ ম্যাচও হারলো কিংস

মাওয়া এক্সপ্রেসওয়ের তিন স্থানে দুর্ঘটনা, ৫ গাড়ির সংঘর্ষ