ভিডিও শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

মধ্যনগরের সেই ছেলেটিই আজকের অভি মঈনুদ্দীন

ছবি ঃ আলিফ রিফাত

 বিনোদন ডেস্ক ঃ গীতিকার, সুরকার হিসেবে সাংবাদিক অভি মঈনুদ্দনের যাত্রা শুরু হয়েছিলো ২০২০ সালে।

করোনায় সারা বিশ্ব আক্রান্তের আগেই তার গান লেখা ও সুর করা শুরু। এরপর করোনায় যখন সারা বিশ্ব বিপর্যন্ত সেই সময়ে তিনি অসংখ্য গান লিখেন ও সুর করেন। তার লেখা ও সুর করা প্রথম প্রকাশিত গান ছিলো তিন্নির কন্ঠে ‘শত শত রাত’। এরপর তার লেখা ও সুর করা গান রুমানা ইসলামের কন্ঠে ‘যেদিন চলে যেতে চেয়েছিলো তুমি’, ইউসুফের কন্ঠে ‘আমি চাই তোমাকে’, লাবণ্য ও ইউসুফের কন্ঠে ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’, শাবনাজ-নাইমের মেয়ে মাহাদিয়ার কন্ঠে ‘দিনগুণে’ গানগুলো’ একে একে প্রকাশিত হয়।

এরইমধ্য একজন অভিনেত্রীর কন্ঠে ‘আমার মন খারাপের এই দিনে’ গানটিও প্রকাশ হবার কথা। সব কাজ প্রায় শেষ হয়ে গেলেও শিল্পী ভয়েজ না দেবার কারণে এই গানটি তিন বছরেরও বেশি সময় ধরে আটকে আছে।

এছাড়াও কণা ও প্রতীক হাসানের কন্ঠে ‘আদরে আদরে’ গানটিও সম্পূর্ণ প্রস্তুত হয়ে প্রযোজকের চুড়ান্ত নির্দেশনা না পাওয়ায় এই গানটিও আটকে আছে। এরমধ্যে ‘তোমার চোখেতে চোখ পড়লে দু’চোখ-বুকেতে জ্বলে আগুন’ গানটির কাজও আটকে ছিলো দীর্ঘদিন। তবে এখন নতুন করে এই গানের কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন

আশা করা যাচ্ছে এই গানটি বছরের শেষপ্রান্তে অথবা আগামী ভালোবাসা দিবসের আগেই গানটি প্রকাশ পাবে। এছাড়া ‘যদি তোমার সাথে সাথে থাকি আমি’ গানটির কাজ চলতি মাসেই শুরু হয়েছে। গানটির সঙ্গীতায়োজন করছেন সম্রাট আহমেদ। এরমধ্যে শিল্পীরা গানটি নিয়ে বেশ কয়েকবার বসেছেনও কেমন করে গানটি করলে ভালো হয়। এছাড়াও ‘আমি কে তোমার বন্ধু তুমি বলে দাও’, ‘ কী যাদ তোমার চোখেতে কী মায়া তোমার হাসিতে’, ‘তোমারই মনের সাথে বেঁধেছি মন’ গানগুলোরও কাজ চলছে। অপ্রকাশিত কিংবা কাজ চলমান গানগুলো দ্রুতই শেষ করে গানগুলো প্রকাশের উদ্যোগ নিচ্ছেন অভি মঈনুদ্দীন।

অভি মঈনুদ্দীন বলেন,‘ ছোটবেলা থেকেই গান গাওয়ার প্রতি আমার দুর্বলতা ছিলো। তবে কোনোদিন গান লিখবো, সুর করবো-এমন চিন্তাও আসেনি কখনো। কিন্তু ২০২০ সালে কেমন করে যেন হঠাৎ করেই চাইনা হৃদয় ভেঙ্গে যাক গানটির সুর ও কথা মাথায় চলে আসে। এরপর থেকেই যেন একের পর এক গান সুরে সুরে কথায় কথায় আমার ভেতর থেকে আসতে থাকে। এভাবেই বেশকিছু গান হয়ে যায়। আমার লেখা ও সুর করা দুই শতাধিক গান আছে। যে গানগুলো নিয়ে বিশেষ পরিকল্পনা আছে আমার।

এদিকে আজ অভি মঈনুদ্দীনের জন্মদিন। সুনামগঞ্জের মধ্যনগর বাজারের গিয়াস উদ্দিন আহমেদ ও রুশেদা পারভীন দম্পতির ছেলে অভি মঈনুদ্দীন। দৈনিক আজকের কাগজ দিয়ে সাংবাদিকতায় তার যাত্রা শুরু আজ থেকে ২৬ বছর আগে। ২০০৬ সাল থেকে তিনি দৈনিক করতোয়ার বিনোদন বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করছেন। অভির দুই ভাই কবির, কাওছার ও দুই বোন কবিতা, মোনা। কবির জাপানে এবং বাকীরা লণ্ডনে বসবাস করছেন। অভির স্ত্রী সাবিহা সুলতানা, দুই কন্যা মাদিহা ও মার্সিহা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ বাগছাস নেতা কাদের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দিনাজপুর ও বগুড়ার সন্দেহভাজন চার মহিলা আটক