অনুষ্ঠানে ঢল নেমেছিল বগুড়া ও জয়পুরহাটবাসীর
ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হলরুম দুই পর্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল-এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রবিউল হোসেন রবি’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী।
প্রথম পর্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রফেসর হাসনাত আলী, সমিতির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম টিটু, সমিতির বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান তালুকদার দিপু, সহ-সভাপতি ড. অধ্যক্ষ একেএম আহসান হাবিব রুবেল, অ্যাডভোকেট ইন্তেজার রহমান, বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সোনারায় ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, আব্দুস সালাম, মুস্তাকিম প্রমুখ।
আরও পড়ুনসভায় আয় ব্যয়ের হিসাব পেশ করেন সমিতির অর্থ সম্পাদক হালিমুল হক লিটন। দুপুরে ভুরিভোজ শেষে দ্বিতীয় পর্বে অভিষেক অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লালু, অতিরিক্ত সচিব সুমাইয়া আক্তার জাহান, র্যাবের অতিরিক্ত পরিচালক ফারুক আহমেদ, সমিতির সহ-সভাপতি জিন্নাতুল ইসলাম তপন, আতাউর রহমান, মোকাররম হোসেন, লুৎফুল বারী মুকুল, যুগ্ম সম্পাদক শামীম হোসেন, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবি’র প্রধান শফিকুল ইসলাম শফিক, ঢাকায় এসবিতে কর্মরত (ডিআইজি) আশরাফ আলী মামুন, রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ এলজিইডি’র অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার রেজাউল বারী শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান সুজনসহ ঢাকায় কর্মরত বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, বিভিন্ন পেশায় নিয়োজিত অনেকে। দিনব্যাপী আনন্দঘন পরিবেশে বৃহত্তর বগুড়া সমিতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৃহত্তর বগুড়াবাসীর মিলন মেলায় পরিণত হয়।
মন্তব্য করুন










