ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা। ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহর ঘেঁষা পুনর্ভবা নদীর ওপর পরিত্যক্ত রেলসেতুর লোহা মাদকাসক্তরা খুলে বিক্রি করছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আট বছর আগে সেতুটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এর মূল্যবান সম্পদ রক্ষণাবেক্ষণে নেই কোন উদ্যোগ। ফলে সেতুর বিভিন্ন অংশ চুরি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে কয়েক লাখ লোহা চুরি হলেও নজর নেই রেলওয়ে কর্তৃপক্ষের।

জানা যায়, ২০১৭ সালে দিনাজপুর রেলওয়ে স্টেশনের অদূরে পুনর্ভবা নদীর উপর কাঞ্চন রেলসেতুটি পরিত্যক্ত ঘোষণা করে পাশেই আরেকটি নতুন রেলসেতু স্থাপন করা হয়। তখন থেকেই লোহার পরিত্যক্ত সেতুটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। শুধু স্লিপার ও কিছু ফিটিংস রেলওয়ে কর্তৃপক্ষ অপসারণ করে। এরপর নজরদারী ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর লোহার সামগ্রীসমূহ চুরি হয়েছে। যা এখনও অব্যাহত রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এ পর্যন্ত পরিত্যক্ত সেতুর প্রায় ২০০ টন লোহা চুরি হয়েছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

স্থানীয়রা জানান, প্রতি রাতেই লোহার কোন না কোন অংশ চুরি হয়ে যাচ্ছে। এসব চুরির সাথে বেশিরভাগ জড়িত মাদকাসক্তরা। এখানকার লোহার যন্ত্রাংশ খুলে বিক্রি করে তারা মাদকের টাকা যোগাড় করে। দীর্ঘ ৮ বছর থেকে এই অবস্থা চলতে থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের দিনাজপুরের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী (সদ্য বদলিকৃত) আবু জাফর মোহাম্মদ রাকিব হাসান জানান, গত সেপ্টেম্বর মাসে লোহার কিছু যন্ত্রাংশসহ একজনকে আটক করে রেলওয়ে পুলিশ। তিনি বলেন, পরিত্যক্ত সেতুটি অনিরাপদ অবস্থায় পড়ে আছে। ইতোমধ্যে উর্দ্ধতন কর্তৃপক্ষকে পরিত্যক্ত রেলসেতুটি অপসারণের জন্য চিঠি লিখেছি। শীঘ্রই এটি অপসারনের জন্য টেন্ডার হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করতে সতর্ক চিঠি

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ বাগছাস নেতা কাদের