ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

রংপুর জেলা ও গঙ্গাচড়া প্রতিনিধি: রংপুরে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনা মামলায় র‌্যাব ১৩’র অভিযানে প্রধান আসামি গ্রেফতার হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, গত ৫ আগষ্ট সকালে প্রতিদিনের ন্যায় ভিকটিম শিশু আব্দুর রহমান(৮) ও মারুফ(৬) গঙ্গাচড়া থানা এলাকার ঘাঘট নদী সংলগ্ন এলাকায় বালু উত্তোলন পয়েন্টে পাথর কুড়ানোর উদ্দেশ্যে যায়। পাথর কুড়ানোর কারণে ধৃত আসামি মো: আজাহারুল ইসলাম(৩৮) শিশুদের উপর ক্ষিপ্ত হয়ে সহযোগী আসামিদের সহায়তায় নৃশংসভাবে তাদেরকে হত্যা করে এবং গুম করার উদ্দেশ্যে বালু উত্তোলন পয়েন্টে বালু চাপা দিয়ে রাখে।

ভিকটিম শিশুরা বাসায় সঠিক সময়ে না ফেরায় তাদের অভিভাবকগণ খোঁজাখুঁজির এক পর্যায়ে ধৃত আসামির বালু উত্তোলন পয়েন্টে মাটি চাপা দেওয়া অবস্থায় তাদের মৃতদেহ খুঁজে পায়। পরবর্তীতে শিশুদের পিতা মো: আব্দুর রশিদ এবং মো: জাকেরুল ইসলাম বাদি হয়ে রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের আভিযানিক দল লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মোহাম্মদপুর গ্রামে অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি গঙ্গাচড়ার সিট পাইকান গ্রামের মৃত পেনসুলের ছেলে মো: আজাহারুল ইসলামকে (৩৮) গ্রেফতার করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করতে সতর্ক চিঠি

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ বাগছাস নেতা কাদের