ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

রেজমিন-প্রান্ত-নাওভী’কে নিয়ে চয়নিকা’র ‘খায়রুন গোলাপের সুবাতাস’

রেজমিন-প্রান্ত-নাওভী

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নন্দিত নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীর হাত ধরে অনেক অভিনয় শিল্পীরই অভিষেক হয়েছে নাট্যাঙ্গনে। আবার অনেক অভিনয়শিল্পী তার নির্দেশিত নাটকে অভিনয় করেই দর্শকপ্রিয়তা পেয়েছেন, পেয়েছেন দেশের কোটি কোটি নাটকপ্রেমী মানুষের ভালোবাসা। নির্মাতা চয়নিকা চৌধুরীও মাঝে মাঝে নতুনদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। অর্থাৎ নতুনদের নিয়ে কাজ করাটা তার কাছে এক ধরনের চ্যালেঞ্জিংও বটে। তাই আবারো সেই ধারাবাহিকতায় এবার তিনি এই প্রজন্মের তিন অভিনয় শিল্পী আবিদ বিন পারভেজ প্রান্ত, সাদ নাওভী ও রেজমিন সেতুকে নিয়ে নির্মাণ করেছেন নাটক ‘খায়রুন গোলাপের সুবাতাস’।

গল্প এবং নাটকটি নির্মাণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন,‘ খায়রুন অপরূপা সুন্দরী এক মেয়ে। তাকে দেখতে এসে মুগ্ধ হয়ে বিয়ে করে ফেলেন গোলাপ। সকাল হতেই খায়রুনের বাড়িতে চলে আসে তার প্রেমিক রাসেল। এগিয়ে যায় গল্প। খায়রুন চরিত্রে রেজমিন সেতু, গোলাপ চরিত্রে নাওভী এবং রাসেল চরিত্রে অভিনয় করেছে প্রান্ত। তিনজনের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সত্যি বলতে কী তাদের নিয়ে কাজ করতে আমি নিজেই নার্ভাস ছিলাম। কারণ তারা একেবারেই নতুন জেনারেশনের শিল্পী। আমাকে ঠিকঠাক মতো বুঝবে কী না তাই নিয়ে আমি সন্দিহান ছিলাম। কিন্তু না ওরা ভীষণ ফ্রেণ্ডলি ছিলো। আমাকে ভীষণ সহযোগিতা করেছে এবং তারা তিনজনই যারযার চরিত্রে এক কথায় অসাধারন অভিনয় করেছে। আমি তাদের নিয়ে কাজ করে ভীষণ সন্তুষ্ট। নাটকের শুটিং-এ যাওয়ার জন্য তারা তিনজনই সকাল থেকে যে সময়টা ঠিকঠাক মেইনটেইন করেছে এটার ধারাবাহিকতা থাকলে ওরা অনেক ভালো করবে।’

রেজমিন সেতু বলেন,‘ মায়ের ভালোবাসা দিয়ে চয়নিকা দিদি অভিনয় আদায় করিয়ে নিয়েছেন। তার নির্দেশনায় অভিনয় করে আমার খুউব খুউব ভালোলেগেছে।’

প্রান্ত বলেন,‘ চয়নিকা দিদিও প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তিনি আমাদের খুউব আগলে রেখে নাটকটি নির্মাণ করেছেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

আরও পড়ুন

সাদ নাওভী বলেন,‘ চয়নিকা দিদি ভীষণ গুনী একজন পরিচালক। তার নির্দেশনায় অভিনয় করে অনেক অভিজ্ঞতা হলো যা আগামীতে আমার কাজে লাগবে।’ 

খায়রুন গোলাপের সুবাতাস’ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। শিগগিরই নাটকটি গ্লোবাল টিভিতে প্রচার হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করতে সতর্ক চিঠি

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ বাগছাস নেতা কাদের