ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

দ্রুততম সেঞ্চুরিতে ‘বিশ্বরেকর্ড’ লিচফিল্ডের

দ্রুততম সেঞ্চুরিতে ‘বিশ্বরেকর্ড’ লিচফিল্ডের

ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিড-অফের ওপর দিয়ে বল বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি তুলে নিলেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ফিবি লিচফিল্ড। দৌড়ে এসে তাকে আলিঙ্গন করলেন এলিস পেরি। দাঁড়িয়ে লিচফিল্ডকে অভিবাদন জানালেন মাঠের বাইরের সতীর্থরা। ব্যাট-হেলমেট উঁচিয়ে জবাবও দিলেন তিনি।

আর এই সেঞ্চুরির মাধ্যমে নারী ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে দ্রততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। নাভি মুম্বাইয়ে বৃহস্পতিবার উইমেন’স বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে ১১৯ রান করেন লিচফিল্ড। ভারতের বিপক্ষে তার ৯৩ বলের ইনিংসটি গড়া ৩টি ছক্কা ও ১৭টি চারে।

ওয়ানডেতে এটি লিচফিল্ডের তৃতীয় সেঞ্চুরি। বিশ্বকাপে প্রথমবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ২২ বছর ১৯৫ দিন বয়সী বাঁহাতি ব্যাটার। মেয়েদের বিশ্বকাপের নকআউট ম্যাচে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন লিচফিল্ড। আর এই প্রতিযোগিতার ইতিহাসে শতক করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান ব্যাটার তিনি।

বিশ্বকাপের নকআউট ম্যাচে লিচফিল্ডের ইনিংসটি অস্ট্রেলিয়ার জার্সিতে তৃতীয় সর্বোচ্চ। প্রথম দুটিই অ্যালিসা হিলির, ২০২২ আসরের সেমি-ফাইনালে ১২৯ ও ফাইনালে ১৭০। হিলি এদিন দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। ষষ্ঠ ওভারেই তাকে ৫ রানে বোল্ড করে দেন ক্রান্তি গৌড়। তবে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন লিচফিল্ড। ক্রান্তির করা ম্যাচের দ্বিতীয় ওভারে দুটি চার মেরে রানের খাতা খোলেন তিনি। চমৎকার ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন লিচফিল্ড।  শ্রী চারানিকে চার মেরে ৪৫ বলে স্পর্শ করেন ফিফটি।

পঞ্চাশ ছুঁয়ে আরও আগ্রাসী হয়ে ওঠেন লিচফিল্ড। শ্রী চারানিকে ছক্কার পর রাধা ইয়াদাভের ওভারে মারেন তিনটি চার। ২৪তম ওভারে চারানিকে চার মেরেই তিন অঙ্কের ঠিকানায় পা রাখেন তিনি, ৭৭ বলে।

আরও পড়ুন

ফিফটি থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে লিচফিল্ডের লাগে কেবল ৩২ বল। সেঞ্চুরির পর দীপ্তি শার্মাকে টানা দুটি ছক্কায় ওড়ান লিচফিল্ড। পরের ওভারে ভাঙে তার চোখধাঁধানো ইনিংসে পথচলা। আমানজোর কৌরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি।

বিশ্বকাপে অভিষেক আসরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪৫ রানের ইনিংস দিয়ে পথচলা শুরু করেন লিচফিল্ড। এরপর ভারতের বিপক্ষে ৪০ রানের পর বাংলাদেশ ম্যাচে করেন অপরাজিত ৮৪ রান।

এখন পর্যন্ত আসরে ৭ ম্যাচ খেলে ৩০৪ রান করেছেন লিচফিল্ড। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন চতুর্থ স্থানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করতে সতর্ক চিঠি

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ বাগছাস নেতা কাদের