ভারতের তেলঙ্গানা রাজ্যের মন্ত্রিসভায় শপথ নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। শুক্রবার রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা তাকে শপথ পাঠান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রেবান্ত রেড্ডিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা।
আজহারউদ্দিনের অন্তর্ভুক্তির সঙ্গে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। বিধানসভা অনুযায়ী, তেলঙ্গানায় সর্বোচ্চ ১৮ জন মন্ত্রী থাকা সম্ভব।
কংগ্রেস নেতা আজহারউদ্দিন জুবলি হিলস উপনির্বাচনে অংশগ্রহণ করবেন, যেখানে প্রায় এক লাখ মুসলিম ভোটার তাদের ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। গত জুনে বিআরএস বিধায়ক মগান্তি গোপিনাথের মৃত্যু বরণ করায় এই উপনির্বাচনের প্রয়োজন হচ্ছে। 
 আরও পড়ুন 
 
                         
                
                        
                
                        
                
           
    
            
            
            
আজহারউদ্দিনের নিয়োগের মাধ্যমে তেলঙ্গানা মন্ত্রিসভায় অল্পসংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়লেন তিনি।
তেলঙ্গানা কংগ্রেসের অনুরোধে এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের পরই তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।