ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

আসছে নতুন অরিজিনাল ড্রামা শর্টকাট

আসছে নতুন অরিজিনাল ড্রামা শর্টকাট

বড়লোক হওয়ার আশায় দাদা যেমন গুপ্তধনের খোঁজে জীবন কাটিয়ে গেছেন নাতিরও যেন একই নেশা! দাদা গুপ্তধনের সন্ধানে বেরিয়ে আর ফিরে আসেননি। নাতিরও কি একই দশা হবে? এমন প্রশ্ন নিয়ে এক হাস্যকর ও সাসপেন্সভরা কাহিনিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে নতুন অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’।

মাজিদুল ইসলাম পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা। এতে তার বিপরীতে দেখা যাবে লামিমা লামকে।

আগামী ৩০ অক্টোবর বঙ্গতে মুক্তি পাবে নাটকটি।

গল্পের কেন্দ্রবিন্দু মুরাদপুর গ্রামের মামুন। তার দাদা গুপ্তধনের খোঁজে বেরিয়ে আর ফিরে আসেননি। দাদার পথ অনুসরণ করেই মামুনেরও একই স্বপ্ন ‘শর্টকাটে’ বড়লোক হওয়া! কিন্তু এই নেশা তাকে প্রেমিকা লায়লার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ফেলে। মামুন কি সত্যিই গুপ্তধন খুঁজে পাবে, নাকি ভাগ্য তাকে অন্য পথে নিয়ে যাবে সেই রহস্য নিয়েই এগিয়েছে এ নাটকের গল্প।

আরও পড়ুন

পরিচালক মাজিদুল ইসলাম বলেন, “শর্টকাট’ আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। এখন সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু পরিশ্রমের মূল্য কেউ দিতে চায় না। আমরা এই গুরুতর বিষয়টিকে হাস্যরস ও সাসপেন্সের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি।

নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিমুল শর্মা নিজেই। এতে মামুন ও লায়লা চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে শিমুল শর্মা ও লামিমা লাম। আরও রয়েছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূইয়া ও শাহাদত শিশির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাস্থান স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে ২ জনকে মারপিট

ন্যাটো থেকে সেনা সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র: রোমানিয়া

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

নারীবিদ্বেষী মন্তব্য করে তুমুল বিতর্কে সালমান

উন্নয়নের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে : ছাত্রশিবির সভাপতি

ইমাম-খতিব সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান ব্যক্তি: এ্যানি