মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং
বিনোদন ডেস্কঃ ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আসছেন বাংলাদেশে। সুরের জাদুকর হিসেবে পরিচিত এই শিল্পীর কণ্ঠে যেমন আছে প্রেমের মাদকতা, তেমনি আছে বেদনা ও স্মৃতির ছোঁয়া-যা মুগ্ধ করেছে কোটি কোটি শ্রোতাকে। এবার সেই অরিজিৎ সিং সরাসরি মঞ্চে গান গেয়ে মাতাবেন বাংলাদেশের সংগীতপ্রেমীদের।
ইতোমধ্যেই ট্রিপল টাইম কমিউনিকেশন ও টিকিট টুমোরো প্ল্যাটফর্ম থেকে অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে অনলাইন প্রচারণা শুরু হয়েছে। তবে কবে এবং কোথায় কনসার্টটি অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ২০১৬ সালে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের এক বিশাল আয়োজনের মাধ্যমে ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন এই জনপ্রিয় শিল্পী। সেই সময় তার লাইভ পারফরম্যান্সে হাজারো শ্রোতা মুগ্ধ হয়েছিলেন, যা এখনো অনেকের স্মৃতিতে অমলিন।
আরও পড়ুনবাংলাদেশের সংগীতপ্রেমীরা এবারও অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় শিল্পীর সেই জাদুকরী কণ্ঠে আবারও সরাসরি সুরের মুগ্ধতায় ডুবে যাওয়ার জন্য।
মন্তব্য করুন










