ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রে গানে গানে মুগ্ধতা ছড়ালেন দিঠি

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা দিঠি আনোয়ার।

অভি মঈনুদ্দীন ঃ বেশকিছুদিন হলো যুক্তরাষ্ট্রেই আছেন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা দিঠি আনোয়ার। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে তার। দিঠির দুই সন্তানই যুক্তরাষ্ট্রে পড়াশুনা করছেন। তাই তাকে দীর্ঘ একটা সময় সেখানেই থাকতে হচ্ছে।

এরইমধ্যে গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গ্লাসকো মিডল স্কুল মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন দিঠি আনোয়ার।

এই অনুষ্ঠানে আরো সঙ্গীত পরিবেশন করেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী আতিয়া আনিসা। বিশেষ এই অনুষ্ঠানটি আয়োজন করেন ‘৭১ ফাউণ্ডেশন’-এর কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী। বাংলাদেশের গুনী অভিনেত্রী, নির্মাতা তানিয়া আহমেদ-এর উপস্থাপনায় অনুষ্ঠানে একে একে সঙ্গীত পরিবেশন করেন দিঠি আনোয়ার, আসিফ আকবর ও আতিয়া আনিসা।

অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের বাংলা গানের অবদান নিয়ে আলোচনা করা হয়। আর এর পরপরই মঞ্চে উঠেন দিঠি আনোয়ার। মঞ্চে উঠেই দিঠি আনোয়ার শুরুতেই পরিবেশন করেন ‘এই মন তোমাকে দিলাম’ ও ‘ ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকোনা’ গান দুটি। এরপর শুরু হতে থাকে দর্শকের অনুরোধের পালা। এরপর দিঠি একে একে পরিবেশন করেন ‘যে ছিলো দৃষ্টির সীমানায়’সহ ‘তুমি চোখের আড়াল হও’, ‘যদি বউ সাজোগো’,‘ চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘তোমাকে চাই আমি আরো কাছে’সহ ফোক ম্যাশাপ।

আরও পড়ুন

দিঠির কন্ঠের প্রতিটি গানই দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন। কারণ প্রতিটি গানই তার বাবার লেখা এবং প্রতিটি গানই শ্রোতা দর্শকের মুখস্থ, সুরও জানা। যে কারণে সবাই দিঠির সঙ্গে সুরে সুরে গাইছিলেনও। একইমঞ্চে আসিফ আকবরও গান গেয়ে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। মুগ্ধ করেছেন আনিসাও।

দিঠি আনোয়ার বলেন,‘ এবার যুক্তরাষ্ট্রে আসার পর মেরিল্যাণ্ডে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলাম। এই নিয়ে এবার আমার দ্বিতীয় সঙ্গীত পরিবেশনা। যখন একের পর এক সঙ্গীত পরিবেশন করছিলাম সবাই আসলে আব্বুর লেখা গানগুলোই আমাকে গাইতে অনুরোধ করছিলেন। আমারও আসলে ভীষণ ভালোলাগছিলো দর্শকের কাছ থেকে আব্বুর লেখা গান গাওয়ার অনুরোধ আসায়। এছাড়াও দর্শক শ্রোতারা জানেন আমি কী ধরনের গান গাই, সেসব গানও গাইবার অনুরোধ করেছেন তারা। সবমিলিয়ে অনুষ্ঠানটিতে গাইতে পেরে খুউব ভালোলেগেছে।’

দিঠি জানান আগামী ১৪ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। দেশে ফিরেই তিনি তার অপ্রকাশিত মৌলিক গানগুলো প্রকাশের উদ্যোগ নেবেন। এর পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর গুলশানে তার বাসভবনে উইন্টার গার্ডেন পার্টির আয়োজন করবেন। তবে এবারের আয়োজনে হবে আরো বর্ণাঢ্য। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আমেরিকাতে যাওয়া আসা তার। মাঝে আমেরিকায় থাকার কারণে গানে তার দশ বছরের গ্যাপ ছিলো। ২০১৩ সালে গানের ভুবনে তার আবারো যাত্রা শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাস্থান স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে ২ জনকে মারপিট

ন্যাটো থেকে সেনা সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র: রোমানিয়া

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

নারীবিদ্বেষী মন্তব্য করে তুমুল বিতর্কে সালমান

উন্নয়নের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে : ছাত্রশিবির সভাপতি

ইমাম-খতিব সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান ব্যক্তি: এ্যানি