ভিডিও বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ছেলের মৃত্যুশোক সইতে না পেরে রেললাইনে শুয়ে পড়লেন বৃদ্ধ মা

ছেলের মৃত্যুশোক সইতে না পেরে রেললাইনে শুয়ে পড়লেন বৃদ্ধ মা

চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের এক স্কুল শিক্ষকের আকস্মিক মৃত্যুশোক সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন তার বৃদ্ধা মা। তবে ট্রেনচালকের তাৎক্ষণিক পদক্ষেপ ও স্থানীয়দের চেষ্টায় প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি এলাকার মৃত সালেহারের ছেলে স্কুল শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। ছেলের এমন আকস্মিক মৃত্যুর সংবাদে মা ছকিনা খাতুন মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তিনি ছুটে চলে যান চুয়াডাঙ্গা রেলস্টেশনের অদূরে কদমতলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন থেকে বিরতি শেষে যাত্রা শুরু করে। অল্প কিছুদূর যেতেই চালক দেখতে পান এক নারী রেললাইনের ওপর মাথা দিয়ে শুয়ে আছেন। পরিস্থিতি বুঝতে পেরে চালক দূর থেকে ট্রেন থামিয়ে দেন। ট্রেন থামার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে টেনে নিরাপদে সরিয়ে আনেন।

বৃদ্ধা ছকিনা খাতুন বলেন, আমার ছেলে আজ সকালে স্টোক করে মারা গেছে। আমার এই পৃথিবীতে থাকার আর দরকার নেই, আমি এই পৃথিবীতে থাকতে চাই না। অনেক কষ্টের বিনিময়ে আমার ছেলেকে মানুষ করেছিলাম। আমার ছেলে হারানোর শোকে আমি রেললাইনে মাথা দিয়েছিলাম। তখন জনগণ এসে আমাকে টেনে ধরে নিয়ে আসে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ কুমার বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতায় এবং ট্রেন চালকের দক্ষতায় ওই বৃদ্ধা প্রাণে রক্ষা পান। পরে খোঁজ নিয়ে জেনেছি, তার ছেলে স্টোক করে মারা গেছেন। এই শোকে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাস্থান স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে ২ জনকে মারপিট

ন্যাটো থেকে সেনা সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র: রোমানিয়া

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

নারীবিদ্বেষী মন্তব্য করে তুমুল বিতর্কে সালমান

উন্নয়নের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে : ছাত্রশিবির সভাপতি

ইমাম-খতিব সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান ব্যক্তি: এ্যানি