আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ : পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়ে পাকিস্তান। পাশাপাশি দেশটি সতর্ক করে দিয়েছে, পাকিস্তান তাদের জনগণকে রক্ষা করার জন্য পদক্ষেপ নেবে। আজ বুধবার তারা এই খবর জানিয়েছে।
দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীদের মধ্যে বছরের পর বছর ধরে ভয়াবহ সীমান্ত সংঘর্ষের পর শান্তি নিশ্চিত করার লক্ষ্যে এই আলোচনা হয়। যদিও তাতে সমস্যা সমাধানে কোনো উপায় বের হয়নি বলে পাকিস্তান দাবি করেছে। গত ৯ অক্টোবর কাবুলে বিস্ফোরণের পর ৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং শত শত আহত হয়। এরপর সহিংসতা ছড়িয়ে পড়ে, যার জন্য তালেবান কর্তৃপক্ষ পাকিস্তানকে দায়ি করেছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় চার দিনের আলোচনার পর তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে বলেছেন, ‘দুঃখজনকভাবে আফগান পক্ষ কোনো আশ্বাস দেয়নি। মূল সমস্যা থেকে সরে গেছে। তারা দোষারোপ, বিচ্যুতি ও কৌশল অবলম্বন করেছে। এইভাবে সংলাপ কোনো কার্যকর সমাধান আনতে ব্যর্থ হয়েছে।’
তারার জানিয়েছেন, পাকিস্তান শান্তি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই আফগানিস্তানের সঙ্গে কথা বলেছে। তবে তিনি অভিযোগ করেছেন, কাবুলের পাকিস্তান-বিরোধী সন্ত্রাসীদের অবিরাম সমর্থন করে গেছে। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের হুমকি থেকে আমাদের জনগণকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব। সন্ত্রাসবাদী, তাদের আশ্রয়স্থল, তাদের মদদদাতা এবং সমর্থকদের ধ্বংস করে ফেলা হবে।’
আরও পড়ুনঅন্যদিকে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একসময়ের মিত্র, যারা ২ হাজার ৬০০ কিলোমিটার (১৬০০ মাইল) সীমান্ত ভাগ করে নিয়েছে। তাদের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে ইসলামাবাদের অভিযোগের কারণে তিক্ত হয়ে উঠেছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান ‘জঙ্গি গোষ্ঠী’গুলোকে আশ্রয় দিচ্ছে এবং পাকিস্তানে হামলা চালাচ্ছে।
ইসলামাবাদের জন্য বিশেষ উদ্বেগের গোষ্ঠীর নাম, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী। এই দলটির বিরুদ্ধে ইসলামাবাদ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তারারের বিবৃতি অনুসারে, পাকিস্তান তালেবান কর্তৃপক্ষকে অভিযোগ করেছিল, টিটিপিকে আফগানিস্তানের ভূখণ্ডকে প্রশিক্ষণসহ সরকারি ঘাঁটি এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। তালেবান সরকার ধারাবাহিকভাবে এ অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র : এএফপি
মন্তব্য করুন









