ভিডিও বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ ইসরায়েলি সেনা

সংগৃহিত,নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক : গত দেড় বছরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে দখলদার ইসরায়েলের ২৭৯ সেনা। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার মধ্যে তাদের সেনাদের আত্মহননের চেষ্টার সংখ্যা বেড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সংসদের গবেষণা ও তথ্য কেন্দ্রের প্রতিবেদনে দেখা গেছে, ‘ইসরায়েলি সেনাদের মধ্যে আশঙ্কাজনকহারে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা চালান। যারমধ্যে ৩৬ জনের মৃত্যু হয়।

এতে আরও বলা হয়েছে, ২০১৭ সাল থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১২৪ সেনা আত্মহত্যা করেছেন। যারমধ্যে ৬৮ শতাংশ বাধ্যতামূলক সেনা সার্ভিসে ছিলেন। ২১ শতাংশ ছিলেন রিজার্ভ সেনা এবং ১১ শতাংশ স্থায়ী বা পেশাদার সেনা।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় হাজার হাজার রিজার্ভ সেনাকে জড়ো করে ইসরায়েল। যারা গাজায় সক্রিয়ভাবে গণহত্যায় অংশ নিয়েছে। তাদের অনেকের মধ্যেই এখন আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে ফুটে উঠেছে।

আরও পড়ুন

ইসরায়েলি সাংসদ ওফের কাসিফ বলেছেন, “সেনাদের মধ্যে আত্মহত্যার মহামারি দেখা দিয়েছে। যা যুদ্ধ শেষে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে (আমাদের) সেনাদের মানসিক সহায়তার সিস্টেম তৈরি করতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ এবং সত্যিকারের শান্তি অর্জনে কাজ করতে হবে।”

সেনাদের যুদ্ধে পাঠালেও এখন তাদের মানসিক সহায়তায় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার কাজ করছে না বলে অভিযোগ করেন কাসিফ। তিনি বলেন, “সরকার যুদ্ধে তার সেনাদের পাঠিয়ে এর পরবর্তী মানসিক পরিণতি ভোগ করতে সেনাদের সহায়তা করে না। সরকার আসলে সেনাদের বিরুদ্ধে কাজ করছে।”

সূত্র: কান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণের চার মাসেই ভেঙে গেল পাকা সড়ক

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও চলাচল বন্ধ

দিনাজপুরের ঘোড়াঘাটে এ্যানথ্রাক্স আতঙ্কে কমেছে মাংস বিক্রি

টিসিবি’র পণ্য ক্রয় করতে বাড়তি খরচ হচ্ছে চরাঞ্চলবাসীদের

রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে

জামায়াত ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র উপহার পাবেন : অধ্যক্ষ শাহাবুদ্দিন