বগুড়া কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে সড়ক দুর্ঘটনায় মো. ইলিয়াস হোসেন ওরফে সিফাত (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবির পুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন রহিম পেট্রোল পাম্পের সামনে ঘটনাটি ঘটেছে। নিহত সিফাত দুপচাঁচীয়া উপজেলার চক-সুখানগাড়ী গ্রামের মো. ইউনুস আলীর ছেলে।
জানা গেছে, নিহত সিফাত দ্রুত গতিতে তার এফ.জেড ভার্সনের মোটরসাইকেলটি চালিয়ে বগুড়া শহরে যাবার সময় উল্লেখিত স্থানে একটি চার্জার ভ্যানের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিফাতের মরদেহ উদ্ধার করে। কাহালু থানার এস.আই মো.জমশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন










