রংপুরের পীরগাছায় আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় চাঞ্চল্যকর গৃহবধূ ইয়াসমিন নাহার কাকলী হত্যায় জড়িত স্বামী ও অন্য আসামিদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও কয়েক শতাধিক এলাকাবাসী। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের তালের হাট-বাজারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে কান্দি ইউনিয়নের রাজনৈতিক দলের নেতা, তালুক কান্দি, তালের হাটসহ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি সাহেব উদ্দিন মৃধা, বর্তমান সাধারণ সম্পাদক আতাউর রহমান, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঈসা মিয়া, ইউপি সদস্য রাজেক বেগ, বিএনপি নেতা আনিসুল ইসলা ইসলাম ভুট্টু, সমাজসেবক আতাউর রহমান, মহিলা নেত্রী রুপসা বেগম ও নিহতের বাবা ইলিয়াস আলী খাঁন।
আরও পড়ুনএসময় অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা না হলে বড় আকারে মানববন্ধন, পীরগাছা থানা ও এসপি অফিস ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে জানান বক্তারা। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম আকন্দ বলেন, ঘটনার পর এজাহার নামীয় একজনকে গ্রেফতার করেছি। মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবুও ফরেনসিক রিপোর্ট না এলে এটি হত্যা না আত্মহত্যা তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
মন্তব্য করুন





_medium_1761563478.jpg)




