ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় চার বিজিবি সদস্য আহত

কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় চার বিজিবি সদস্য আহত। প্রতীকী ছবি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর চোরাকারবারিদের আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন বিজিবি সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পূর্বপাখি উড়াচর এলাকায়।

আহত বিজিবি সদস্যরা হলেন- সুবেদার মো. আব্দুল আলীম, ল্যান্স নায়েক মো. মমিনুল ইসলাম, সিপাহী আল মামুন ও সিপাহী মো. শিহাব। তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম আলী। 
এ বিষয়ে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (এসআই অতিরিক্ত দায়িত্ব) মো. ইব্রাহীম আলী বলেন, বিজিবির পক্ষ থেকে গতকাল রোববার ১০ জনকে আসামি করে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি মামলার প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হিসেবে নথিভুক্ত হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত শনিবার বিকেল ৫টার দিকে পাখি উড়াচর বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফেরার সময় কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে তাদের বাড়ি ফিরে যেতে নির্দেশ দেয়। এর কিছুক্ষণ পর ২০ থেকে ২৫ জন চোরাকারবারি লাঠি, ছোরা ও বেকি নিয়ে বিজিবির ওপর হামলা চালায়। হামলাকারীরা সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

আরও পড়ুন

আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এসময়  হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বিজিবি অন্তত ২০ জন হামলাকারিকে শনাক্ত করেছে বলে জানিয়েছে। তাদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম, হাসেন আলী, হোসেন আলী, হেলাল আহমেদ, নজরুল ইসলাম, মাসুদ, মোস্তফা আলী, আজিজুল ইসলাম, আজিজুল ইসলাম,  মোতালেব, রেজাউল ইসলাম, শাহ আলম, হেলাল উদ্দিন, রেজাউল ইসলাম, এরশাদ আলী, আব্দুল মজিদ, হোসেন আলী, আব্দুল কাদের, মোজাম্মেল হক ও ময়েজ আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় চার বিজিবি সদস্য আহত

ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রতারণা প্রতিরোধে নতুন পরিকল্পনা

ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নতুন লুকে আবারও চমকে দিলেন শাকিব খান

রাবির সুইমিংপুলে সাঁতারে নেমে শিক্ষার্থীর মৃত্যু