বগুড়ার শেরপুরে মারপিট করে ঘরে আটকে রাখায় গৃহবধূর মৃত্যু : স্বামী আটক
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুর স্ত্রীকে মারপিট করে ঘরে আটকে রাখার তিনদিন পর খালেদা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মিলনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। আজ সোমবার (২৭ অক্টোবর) ভোরে পৌর শহরের উত্তর সাহাপাড়া কালিতলা এলাকায় এই ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে চা বিক্রেতা মিলন (৪৫) প্রায়ই স্ত্রীকে মারপিট করে ঘরে আটকে রাখতো। গত শনিবার রাতেও স্ত্রীকে মারপিট করে ঘরের মধ্যে আটকে রাখে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে খালেদা বমি করতে শুরু করে। সোমবার ভোরে প্রতিবেশিদের সহযোগিতায় খালেদাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর খালেদার মৃতদেহ বাড়িতে আনা হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এ বিষয়ে অভিযুক্ত মিলন বলেন, গত শনিবার রাতে পারিবারিক কলহের জেরে তাকে দুটি চর মেরেছিলাম। এরপর সে সুস্থ ছিল কিন্ত রোববার হঠাৎ করে রাত দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভোরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে। তবে আটক করে রাখার বিষয়ে তিনি বলেন, সে বাড়ি আর ঘরের মধ্যেই সব সময় থাকে তাকে আটকে রাখিনি।
আরও পড়ুনঘটনার বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, মিলন তার স্ত্রী খালেদা খাতুনকে মারধর করে ঘরে আটকে রাখায় খালেদার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মিলনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন






_medium_1761563478.jpg)


