ভিডিও রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জে সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

সিরাজগঞ্জে সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার কৃষকেরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন উপজেলায় বছর জুড়ে কম বেশি বিভিন্ন রকম সবজি চাষবাদ হয়ে থাকে। তবে শীতকালে এ চাষবাদের পরিধি আরও বেড়ে যায়। চলতি মৌসুমেও তার ব্যতিক্রম হয়নি। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ৯টি উপজেলার কৃষকরা জমি প্রস্তুতের কাজে নেমে পড়েছেন চাষিরা।

জানা যায়, সবজি চাষে লাভবান এবং প্রতিদিন নগদ টাকা পাওয়া যায় বলে কৃষকরা এ চাষাবাদে ঝুঁকে পড়েছেন। জেলায় বছর জুড়ে নানা রকম সবজি চাষাবাদ হয়। ইতিমধ্যেই এসব জমিতে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু, শাক, গাজর, কেশুর, শসা, শিম, বেগুন, মুলা, লাউ, মরিচসহ বিভিন্ন রকম সবজি লাগানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। কোন কোন এলাকার মাঠে আগাম লাগানো সবজি বড় হয়ে গেছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের কৃষক হারেজ আলী  জানান, তিনি এবার ৩০ শতক জমিতে পানি নেমে যাওয়ার সাথে সাথে জমি তৈরি শুরু করেছেন। জমি তৈরি হলেই সবজি লাগাবেন। চন্দ্রকোন গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, প্রায় ১০ বিঘা জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই শসা, ডাটা লাগানো হয়েছে কপি, মুলা গাজর সহ বিভিন্ন সবজি লাগানোর প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন জানান, সদর উপজেলায় ১৬৫০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে জমি তৈরি ও বীজ রোপণ, চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্না ইয়াসমিন সুমি বলেন, এই উপজেলায় ১৫২৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এজন্য প্রান্তিক কৃষদের সবজি বীজ ও সার বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। এছাড়া স্থানীয় কৃষি বিভাগ থেকে কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। তিনি আরো জানান, উল্লাপাড়াতে আগাম লাগানো সবজি ইতিমধ্যেই বাজারে উঠেছে যে গুলি বিক্রি করে কৃষকরা ভালো দাম পাচ্ছেন।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম মনজুরে মওলা জানান, এ জেলায় চলতি মৌসুমে ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা সবজি বিক্রি করে প্রতি বছরের ন্যায় এবারও লাভবান হবেন। যা এ জেলার কৃষি অর্থনীতিকে শক্তিশালী করবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ  

শাপলা প্রতীক না দিলে রাস্তায় নামবে এনসিপি: সারজিস

ক্যাপসিকাম খাওয়ার ৮ উপকারিতা

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন