পঞ্চগড়ের দেবীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে গাজীপুরের ইমাম মাওলানা মুহিবুল্লাহ মিয়াজীর অপহরণের প্রতিবাদে ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে উপজেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে শেষ হয়। এতে পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা অংশ নেন। পরে বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনসমাবেশে বক্তব্য রাখেন- দেবীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু মুসা আশআরী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুসলিম উদ্দিন, দেবীগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহিনুর ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন










