রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মেহেন আরা(৫৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার ব্র্যাক অফিস নামক বাজারে মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে রাত ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেন আরা উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত দুখিয়া মাহমুদের স্ত্রী।
আরও পড়ুনতার ছেলে মেহের আলী বলেন, তিনি ঢাকায় থাকেন। তার মা বাড়িতে একাই থাকেন। সন্ধ্যায় দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তার মা’কে হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মন্তব্য করুন










