ভিডিও শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

গঠনের মাত্র আট মাসের মাথায় নাম বদলালো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বিজিসিএস)। সংগঠনটি ‘জাতীয় ছাত্র শক্তি’ নতুন নামে আত্মপ্রকাশ করেছে। নতুন এই সংগঠন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে।

গতকাল হস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলনে এ কথা জানানো হয়। তবে সংগঠনটির নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি।

নতুন এই নাম ঘোষণা করেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি।

সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষ নেতারা। আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামকেও।

আরও পড়ুন

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, এনসিপি যদি কোনো সময়ে ভুল পথে চলে যায়, ছাত্ররাই সেই ভুল ধরিয়ে দেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করে, তা নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। তবে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ছাত্রসংগঠন হিসেবে সেভাবে সাড়া ফেলতে পারেনি। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এই সংগঠনের ভরাডুবির পর সংগঠনটিকে পুনর্গঠনের আলোচনা শুরু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ এখন ‘জাতীয় ছাত্রশক্তি’

নরসিংদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

ভোটকেন্দ্রে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা

পরিবেশ সচেতনতায় তেঁতুলিয়া থেকে টেকনাফে পায়ে হেঁটে যুবকের যাত্রা

সাংবাদিকের ওপর হামলা, একজনকে শাস্তি দিল বিএনপি