ঝরে পড়া চুল থেকে বাড়তি আয়

বেড়া (পাবনা) প্রতিনিধি: সম্প্রতি বেড়া পৌর এলাকার শেখপাড়া ও মৈত্রবাঁধা মহল্লায় গিয়ে দেখা যায়, বাড়ি বাড়ি ঘুরে ঝরে পড়া চুল কিনছিলেন রফিকুল ইসলাম (৪০) নামের এক চুলের ক্রেতা। তার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। তিনি জানান, গ্রামে গ্রামে ঘুরে নারীদের কাছ থেকে চুল সংগ্রহ করেন। প্রতি কেজি চুল কেনেন ৮ থেকে ১০ হাজার টাকায়।
এরপর বাড়িতে এনে চুলগুলো দৈর্ঘ্য অনুযায়ী আলাদা করেন ও প্রক্রিয়াজাত করেন। পরে নওগাঁর মান্দা উপজেলারই একটি পরচুলা কারখানায় সেগুলো বিক্রি করেন ১২ থেকে ১৬ হাজার টাকা কেজি দরে। রফিকুল ইসলাম বলেন, এই কাজ করেই সংসার চলে। গ্রাম থেকে একটু একটু করে চুল সংগ্রহ করি। পরে পরচুলার কারখানায় বিক্রি দিলে ভালো লাভ থাকে।
পরে দেখা যায়, আলমগীর হোসেন নামের আরেক ব্যক্তিও বাড়ি বাড়ি ঘুরে ঝরে পড়া চুল কিনছেন। তার বাড়িও নওগাঁর মান্দা উপজেলায়। বেড়া পৌর এলাকার মৈত্রবাঁধা মহিলা সমবায় সমিতির সভাপতি শিখা রাহা বলেন, গ্রামের নারীরা আগে এসব চুল ফেলে দিতেন। এখন সেটা দিয়েই আয় করছেন। আয়ের পরিমাণ ছোট হলেও তা তাদের আনন্দিত করছে।
আরও পড়ুনবেড়ার মনজুর কাদের মহিলা কলেজের ভূূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক বরুন রায় বলেন, শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও মানুষের চুলের চাহিদা রয়েছে। এসব চুল দিয়ে পরচুলা ও এক্সটেনশন তৈরি করে রপ্তানি হয়। ফলে গ্রামবাংলার নারীদের ঝরে পড়া চুলও এখন দামী পণ্যে পরিণত হয়েছে।
মন্তব্য করুন