এক দিনের দুটি ম্যাচ খেলতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বগুড়ায়

স্পোর্টস রিপোর্টার: দুটি এক দিনের ম্যাচ খেলতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বগুড়ায়। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা বগুড়ায় এসে পৌছান। বগুড়ায় এলে তারা পাঁচ তারকা হোটেল মমইন এ উষ্ণ অভ্যার্থনা জানানো হয়।
আজ বুধবার সকাল ৯টায় দলের খেলোয়াড়েরা বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুশীলন করবে। আগামী ২৮শে অক্টোবর তারা বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এক দিনের ম্যাচ খেলবে।
আরও পড়ুনশহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, বগুড়ায় যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই খেলা দেখার জন্য কোন টিকিট লাগবে না। দর্শকরা বিনা টিকিটে খেলা দুটি উপভোগ করতে পারবেন।
মন্তব্য করুন