ভিডিও বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন আহত ৯

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন আহত ৯, প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে জমিজমা বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামের শমোতুল্লার দুই স্ত্রী। এক পক্ষের ছেলে গোলাম মোস্তফা, ফজেল উদ্দিন, নেকশাদ আলী, মঞ্জিল আলী ও মহসিন আলী। অন্য পক্ষের সন্তান রহমতুল্লাহ। পিতার রেখে যাওয়া জমি প্রথম পক্ষের সন্তানরাই দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। পিতার রেখে যাওয়া জমি ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরেই দু’পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই জেরে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের দিকে রহমতুল্লাহ তার বড় ভাই গোলাম মোস্তফার কাছে পিতার রেখে যাওয়া জমির ভাগ বের করে দেবার জন্য দাবি করলে দু’জনের মধ্যে তর্ক বির্তক শুরু হয়। এক পর্যায়ে শুরু হয় মারামারি। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন

এতে উভয় পক্ষের ৯ জন আহত হন। আহতরা হলেন, জাদু (৫০), লিটন আলী(৩৫ ), রিপন আলী(৩০), এনামুল হক(১৮), এজাজুল হক(২২), নাঈম আলী(১৮), আব্দুল কুদ্দুস আলী(৪০), রফিকুল ইসলাম(৩৮) ও ফায়সাল হক(১৯)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গোলাম মোস্তফা(৬০) মারা যান। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আর আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনের দুটি ম্যাচ খেলতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বগুড়ায়

বিশ্ববাজারে সোনার দাম কমলো ৫ শতাংশ

টিএমএসএস হাসপাতালে ১৫ বছরে ১০ হাজার ৫শ’ ঠোঁট ও তালুকাটা রোগীর সার্জারি করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছর কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়া সদরের নামুজায় জামায়াতের গণসংযোগ

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বগুড়ার মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে : মহিদুল ইসলাম রিপন