ভিডিও বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

টিএমএসএস হাসপাতালে ১৫ বছরে ১০ হাজার ৫শ’ ঠোঁট ও তালুকাটা রোগীর সার্জারি করা হয়েছে

টিএমএসএস হাসপাতালে ১৫ বছরে ১০ হাজার ৫শ’ ঠোঁট ও তালুকাটা রোগীর সার্জারি করা হয়েছে

স্টাফ রিপোর্টার : বিশ্ব হাসি দিবসে স্মাইল ট্রেন ও টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাপাতাল ক্লেফট প্রজেক্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক রোটা: ডা. মতিউর রহমান।

সংবাদ সম্মেলনে ডা. মতিউর রহমান বলেন, স্মাইল ট্রেইন আরসিএইচ ক্লেফট প্রজেক্ট শুরু হতে সফলভাবে বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূর্মিকা রেখে যাচ্ছে। টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাপাতালে স্মাইল ট্রেনের সহযোগিতায় ২০১০ সাল থেকে ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের প্রকল্প গ্রহণ করে।

ডা. মতিউর রহমান আরও বলেন, ২০১০সাল হতে স্মাইল ট্রেইন আরসিএইচ ক্লেফট প্রকল্পের মাধ্যমে ১০ হাজার ৫শ’ রোগীর সফলভাবে অপারেশনের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে। ঠোঁট ও তালুকাটা শিশুর মুখে ফিরিয়ে আনার লক্ষ্যে শুধু সার্জারি নয়, একটি সমন্বিত, বহুমাত্রিক সেবা ব্যবস্থা গড়ে তুলেছি, যেখানে  সার্জারি, পুষ্টি সহায়তা, স্পিচ থেরাপি, দন্ত চিকিৎসা ও অর্থিডেন্টিক কেয়ার, মানসিক সহায়তা ও অভিভাবক কাউন্সেলিং সব কিছু এক ছাদের নিছে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

দীর্ঘ ১৫বছরের যে সাফল্য আর্জিত হয়েছে, তা বাংলাদেশে ক্লেফট চিকিৎসার ইতিহাসে এক মাইলফলক।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন টিএমসি এ্যান্ড আরসিএইচ পরিচালক ডা: মুসা আল মানছুর, টিএমসি এ্যান্ড আরসিএইচ নির্বাহী কর্মকর্তা শাহ আলম, মো: নজমুল কবির, স্মাইল ট্রেইন আরসিএইচ ক্লেফট প্রজেক্ট পরিচালক ও সার্জন প্রধান অধ্যাপক ডা: সাজ্জাদ খন্দকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনের দুটি ম্যাচ খেলতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বগুড়ায়

বিশ্ববাজারে সোনার দাম কমলো ৫ শতাংশ

টিএমএসএস হাসপাতালে ১৫ বছরে ১০ হাজার ৫শ’ ঠোঁট ও তালুকাটা রোগীর সার্জারি করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছর কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়া সদরের নামুজায় জামায়াতের গণসংযোগ

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বগুড়ার মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে : মহিদুল ইসলাম রিপন