নওগাঁর মান্দায় মাদ্রাসার অবৈধ কমিটি বাতিলের দাবিতে মাননবন্ধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবৈধ কমিটি এবং দু’টি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের সামনের রাস্তায় এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক, হারুন অর রশীদ, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম ও আবু বক্কর সিদ্দিক। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থী অভিভাবকদের না জানিয়ে গোপনে প্রতিষ্ঠানের পকেট কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির মাধ্যমে কম্পিউটার ল্যাব অপারেটর এবং গবেষণাগার/ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ দুই পদে স্বজনদের নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ।
আরও পড়ুনএ বিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। প্রতিষ্ঠানেও তিনি অনুপস্থিত ছিলেন।
মন্তব্য করুন