নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে আহত সিরাজুল ইসলাম (৫৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সিরাজুল ইসলাম উপজেলার পারকোল গ্রামের আবেদ আলীর ছেলে ও আগ্রান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার সুতিরপাড় এলাকায় দুর্ঘাট ঘটে। তিনি বাড়ি থেকে বনপাড়া যাওয়ার পথে সুতিরপাড় এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা ভটভটির সাথে সংঘর্ষ হয়।
আরও পড়ুনএতে গুরুতর অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মন্তব্য করুন










