ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ভালো গল্পের অপেক্ষায় শান্তা জাহান

জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান

অভি মঈনুদ্দীন ঃ শান্তা জাহান, প্রজন্মের নন্দিত ও অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা। উপস্থাপনাই তার মুল পেশা হলেও তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। আবার নাটকেও অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন। তবে বহুদিন যাবত তাকে নতুন কোনো বিজ্ঞাপনে বা নাটকে দেখা যাচ্ছেনা। আবার তার ইচ্ছেও রয়েছে ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার। অবশ্যই সিনেমাটিতে তার চরিত্রটি হতে হবে অবশ্যই অন্যতম প্রধান একটি চরিত্র।

শান্তা জাহান বলেন,‘ মূলত উপস্থাপনাই আমার মূল পেশা। তবে কিছু ভালো ভালো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। বেশ ভালো সাড়াও পেয়েছি। অভিনয় করেছি নাটকেও। নাটকে অভিনয় করেও অভূতপূর্ব সাড়া পেয়েছি। এরইমধ্যে যে আর নাটকে কাজ করার প্রস্তাব পাইনি এমনটি নয়। পেয়েছি, কিন্তু মনের মতো কোনো গল্প যেমন পাইনি, পাইনি চমৎকার চরিত্র। আবার বহু আগেই আমি বলেছিলাম যে ভালো গল্পের সিনেমাতে অভিনয় করতে চাই। যদি সবমিলিয়ে ভালো না হয় , ব্যাটে বলে না মিলে তাহলে সিনেমাত্রে অভিনয় করবো না। অর্থাৎ যাই করিনা কেন আমি আমার ইমেজ অক্ষুন্ন রেখেই পারফেক্ট কজটি করতে চাই। কারণ বর্তমান সময়টা আসলে দেশের সার্বিক পরিস্থিতি খুউব যে ভালো এমনটি নয়। উপস্থাপনার কাজও যে অনেক আসছে এমনটাও নয়। এরইমধ্যে নাটকে বা সিনেমাতে কাজ করার প্রস্তাব পেলেই যে তাতে সম্মতি দিয়ে দেবো বিষয়টা এমনও নয়। আমি আমার নিজের ব্যক্তিত্ব বজায় রেখেই নাটকে, বিজ্ঞাপনে কিংবা সিনেমাতে কাজ করতে চাই। বাকীটা সময়ের ব্যাপার।’

আরও পড়ুন

শান্তা জাহানকে সর্বশেষ তারিকুল ইসলামের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস। দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত টিভি চ্যানেলে তিনি নিয়মিত উপস্থাপনা করেন। আবার স্টেজ শোতেও নিয়মিত তিনি। তবে আনুপাতিক হারে কাজের ব্যস্ততা এখন আগের চেয়ে একটু কম। দিঠি ও ইউসুফের গাওয়া ‘একটি কথা হয়নি বলা’ গানে মডেল হয়েছেন তিনি। এই গানটিতে মডেল হয়েও বেশ সাড়া পেয়েছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক বিক্রেতার কারাদন্ড

সিরাজগঞ্জে ভালবেসে বিয়ে করে তিন মাস পরই লাশ হলো সুমী

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

বগুড়ায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাজশাহী বিভাগীয় বইমেলার বাড়ছে সময় ও পরিসর