ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

সময়ের আলোচিত, সমাদৃত সঙ্গীত পরিচালক শুভেন্দু দাশ শুভ

পরিচালক শুভেন্দু দাশ শুভ

অভি মঈনুদ্দীন ঃ এই সময়ের একজন নির্ভরশীল ও মেধাবী সঙ্গীত পরিচালক হিসেবে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন খুলনার সন্তান শুভেন্দু দাশ শুভ। একজন সঙ্গীত পরিচালক হিসেবেই পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করলেও যারা তার কন্ঠে গান শুনতে আগ্রহী তাদের জন্য গানও গেয়ে থাকেন তিনি।

শুভ’র কন্ঠে প্রথম প্রকাশিত মৌলিক গান ছিলো মৌমিতা রায়ের লেখা ও শুভর নিজের সুরে ‘ফাগুন বেলায়’। গানের ভুবনে তার যাত্রা শুরুর কাল থেকে আজ অবধি তিনি দীর্ঘ দেড় যুগ সময় পার করেছেন।

এরইমধ্যে তিনি তার নিজের প্রযোজনায় গান করেছেন, নিজের সঙ্গীত পরিচালনাতেও গান করেছেন আবার নিজে মাঝে মাঝে কিছু গানও গেয়ে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন। তার সঙ্গীত পরিচালনায় সাম্প্রতিক সময়ে শ্রোতাপ্রিয় হয়ে উঠা গানের মধ্যে রয়েছে ‘গুলবাহার’ (কন্ঠও দিয়েছেন), ‘মুড়ির টিন’,‘ বুলবুলি’ (নন্দিতা ও ঋতুরাজের কন্ঠে ২০২২ সালে প্রকাশিত এই গানটি ৯ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন), ‘দাঁড়ালে দুয়ারে’ , ‘লং ডিসটেন্স লাভ’ ইত্যাদি। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় এবং চাহিদা সম্পন্ন সঙ্গীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতার সঙ্গে একটি ডুয়ো ব্যাণ্ড আছে শুভ’র।

এরইমধ্যে শুধু অ্যাকুস্টিক গীটার দিয়ে বেশকিছু পুরোনা বাংলা গান এই ব্যাণ্ড ‘মজি অ্যাণ্ড কোং’ থেকে এই নামেরই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যারমধ্যে ‘আমায় প্রশ্ন করে’,‘ আকাশ এতো মেঘলা’, ‘ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে’, ‘আহা আজি এ বসন্তে’,‘ আজি বাংলাদেশের হৃদয় হতে’, ‘বনে নয় মনে মোর’ গানগুলো নতুন করে নন্দিতা ও শুভ’র কন্ঠে শ্রোতারা বেশ উপভোগ করছেন।

আরও পড়ুন

শুভ জানান, বেশকিছু মৌলিক গানও প্রস্তুত হচ্ছে, যা হয়তো শিগগিরই এই চ্যানেলে প্রকাশ পাবে। শুভ আরো জানান তারই শীষ্য আব্দুল্লাহ আল নোমানের লেখা কিছু গান নিয়ে কাজ করছেন তিনি। যে গানগুলো প্রকাশ পাবে ‘শব্দকল্পদ্রুম’-এর ব্যানারে।

নিজের এই সময়ের ব্যস্ততা ও আগামীদিনের পরিকল্পনা নিয়ে শুভেন্দু দাস শুভ বলেন,‘ আমি সঙ্গীত পরিচালনার কাজটাই মন দিয়ে করে যেতে চাই। যে কারণে আমার ভাবনাজুড়ে কিন্তু সঙ্গীত পরিচালনাটাই রয়েছে। তবে কেউ কেউ আমার কন্ঠে গানও শুনতে ভালোবাসেন। তাদের জন্য নিজের কিছু একক গানও করছি। সময়মতো তা প্রকাশ পাবে। কোনো তাড়াহুড়া নেই সেসব কাজে। সত্যি বলতে কী আমি বহু ঘরানার মিউজিক সম্পর্কে অবগত তাই বিভিন্ন ঘরানার মিউজিক নিয়েই কাজ করে যেতে চাই। একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাইনা। যেহেতু এরইমধ্যে আমার সঙ্গীত পরিচালনায় বিভিন্ন শিল্পীর কন্ঠের গান দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে, তাই আগামীতে আরো ভালো ভালো কাজ করতে চাই। আমার বিশ্বাস আমার শ্রোতা দর্শক আমার পাশে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন।’

শুভর গীটারে হাতেখড়ি তার বড় ভাই অটমুনাল মুনের কাছে। এরপর তিনি নিজে নিজেই গীটারে নিজেকে দক্ষ করে তুলেছেন অনেককেই দেখে দেখে, শুনে শুনে। সিনেমার গানেরও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন শুভ। ‘দেশান্তর’ সিনেমার একটি গানের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক বিক্রেতার কারাদন্ড

সিরাজগঞ্জে ভালবেসে বিয়ে করে তিন মাস পরই লাশ হলো সুমী

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

বগুড়ায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাজশাহী বিভাগীয় বইমেলার বাড়ছে সময় ও পরিসর