বগুড়া সরকারি আজিজুল হক কলেজের নতুন অধ্যক্ষ মাহফূজুল ইসলাম

স্টাফ রিপোর্টার : বগুড়া সরকারি আজিজুল হক কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মো. মাহফূজুল ইসলাম। এর আগে তিনি জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। আজ সোমবার (২০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে ওই প্রজ্ঞাপনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীরকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। আগামী ২৭ অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত নিবেন। অন্যত্থায় তারা একই তারিখে দুপুরের মধ্যে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
আরও পড়ুনমন্তব্য করুন