বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে মাদ্রাসার ছাত্র আত্মহত্যা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা গুনাহারের অর্জুনগাড়ি গ্রামে আজ সোমবার (২০ অক্টোবর) সকালে ইসমাইল হোসেন (১২) নামে এক মাদ্রাসার ছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের অর্জুনগাড়ি গ্রামের ইয়াকুব আলীর ছেলে স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ইসমাইল হোসেন ঘটনার দিন সকালে শয়ন কক্ষে তীরের সাথে ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এক পর্যায়ে বাড়ির লোকজন ঝুলন্ত ইসমাইল হোসেনকে দেখতে পেলে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে, এবং ওড়না কেটে তাকে মাটিতে নামিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে তার বাবা মা প্রয়োজনীয় কাজে বাজারে যায়। এ সময় সেও তার বাবা-মায়ের সাথে বাজারে যেতে চায়।
আরও পড়ুনবাবা-মা সাথে না নিয়ে যাওয়ায় অভিমান করেই সে আত্মহত্যা করেছে। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান,এ সংক্রান্তে তার বাবা বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন