ভিডিও সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বগুড়ার শেরপুরে দুই বাড়ি থেকে ৮টি গরু চুরি, ধাওয়ার মুখে ৪টি উদ্ধার

বগুড়ার শেরপুরে দুই বাড়ি থেকে ৮টি গরু চুরি, ধাওয়ার মুখে ৪টি উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর ও বিলচাপড়ি গ্রামে শনিবার দিবাগত রাতে দুইটি বাড়ি থেকে আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরেরা পিকআপ ভ্যানে তোলা চারটি গরু নিয়ে পালিয়ে গেলেও বাকি চারটি গরু উদ্ধার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর বিলচাপড়ি গ্রামের বয়তুল্লার শেখের ছেলে হবিন শেখের বাড়ি থেকে চারটি এবং প্রতিবেশী আয়েজ উদ্দিনের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। মোট আটটি গরু চুরি করে পিকআপ ভ্যানে তোলার সময় এলাকাবাসী টের পেয়ে চোরদের ধাওয়া করে।

এ সময় চোরেরা চারটি গরু রেখে পিকআপ ভ্যানে তোলা চারটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। ধাওয়ার মুখে ফেলে যাওয়া চারটি গরুর মধ্যে দুইটি গরু রাতেই উদ্ধার করা হয়। এরপর গতকাল সকাল ৮টার দিকে বিলচাপড়ি বিলের মধ্য থেকে আরও দুইটি গরু উদ্ধার করা হয়। তবে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়া বাকি চারটি গরুর কোনো খোঁজ মেলেনি।

আরও পড়ুন

এলাকাবাসী আয়েজ, লালন, লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি এই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে গেছে। এতে কৃষকরা তাদের গবাদি পশু নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।

খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জানান, ঘটনাস্থলে গ্রাম্য পুলিশ পাঠানো হয়েছে। চুরি ঠোকাতে রাতে গ্রাম্য পুলিশের টহল জোরদার করা হচ্ছে। এ বিষয় শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোর ধরতে এবং গরু উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে সালিশে চুরির অপবাদ দেয়ায় এক ব্যক্তির আত্মহত্যা

লালমনিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ঘর ব্যবহার হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট : রোগীদের দূর্ভোগ

বগুড়ার সারিয়াকান্দিতে তিন বিঘা জমিতে বছরে ৬ লাখ টাকার মালটা বিক্রি

রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের ‘হারু পার্টি’

বগুড়ায় ব্যবসায়ীকে ছুরি মেরে লক্ষাধিক টাকা ছিনতাই